মুসলমানদের মানবাধিকার থাকতে নেই.....

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ১৬ জুলাই, ২০১৪, ০৪:০৪:২৪ বিকাল

"মুসলমানদের মানবাধিকার থাকতে নেই!"

মাহমুদুর রহমান স্যারের এই কথটি আজ আবার নতুন করে টের পেলাম..……

জাতি হিসেবে আমরা মুসলিমরা কতোটা নিকৃষ্ট হয়ে গেলাম আজ আবার তার প্রমাণ পেলাম.…

কোথায় আজ আরবলীগ, OIC???

কোথায় আজ বিশ্ব শান্তির মোড়ল আমেরিকা, জাতিসংঘ??

কোথায় আজ মানবাধিকার সংগঠনগুলো???

ফিলিস্তিনে গণহত্যার জন্য কি তারা কেউ দায়ী নয়??

কেউ অপরাধী নয়??

কেউ চিন্তিত নয়???

আমরা মুসলিম

এই জন্য আমরা দায়ী!

পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব বিলীন করার জন্য সবাইকে অনুমোদন দেয়া হয়েছে.......

বিষয়: আন্তর্জাতিক

২০১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245209
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার যুক্তিটাই যথার্থ। দ্বিতীয়ত জীবন বাজি রেখে ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়ার এক আপোষহীন জাতির নাম মুসলিম। আমরা সেটি ভুলে হেলেও ওরা ভুলেনি। আল্লাহ ভুলেনি। ইসলামের বিজয়ের ইতিহাস মানেই এসব উলঙ্গ সভ্যতার নিকৃস্ট মানুষগুলোর নোংরা সভ্যতার উপর ইসলামের ভিত্তি স্থাপন। কাজেই ওরা ওদের প্রতিশোধের আগুনকে দাবিয়ে রাখেনি। কিন্তু আমরা বেমালুম ভূলে গেছি। সত্যি কথা বলতে কি, আমরা এখন আল্লাহর জন্যও নয়, দুনিয়ার জন্যও নয়। আমাদের শিক্ষিত লোকগুলো এক একটা বড় শত্রু। ধন্যবাদ।
245210
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:২১
পুস্পিতা লিখেছেন : ইসলাম ও মুসলমানদের উপর নৃশংসতা চালানোর ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েল, ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা, সিসি, ভোগবাদী সৌদী বাদশা সবাই এক! তাই মুসলমান মরলে কেউ কোন কথা বলে না বরং আরো সাপোর্ট দিবে!
245252
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
সন্ধাতারা লিখেছেন : You have discussed the real issue exactly what is happening in the world. Jajakalla khair.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File