আমরা চেতনার প্রতিফলন দেখতে চাই, এটা নিয়ে ব্যবসা নয়.....
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৮:২৯ সকাল
রেপিস্থানের (হিন্দুস্থান) দালাল বর্তমান শাসকগোষ্ঠী ও তার সহযোগী কথিত নব্য মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরোধিতা করছে বলে আমাদের পাকিস্তানের পক্ষ নিতে হবে এমন কোন কথা নেই। তবে এ প্রসঙ্গে কিছু ন্যায্য কথা বলতে চাই।
পাকিস্তানের সংসদে কি আলোচনা হয়েছিল? হ্যাঁ! তারা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডের নিন্দা করেছে। এমন নিন্দা তো অনেক দেশ করেছে। নিন্দা করেছে জাতিসংঘ, আমেরিকা, তুরস্ক সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও। সবচেয়ে বড় কথা হল এ দেশের বেশির ভাগ মানুষ এর নিন্দা করে।
পাকিস্তান তো শুধু সরকারের একটা কর্মকাণ্ডের নিন্দা করেছে। বাংলাদেশে হামলার করার কথা বলেনি। কিন্তু রৌমারী সীমান্তে বাংলাদেশের অংশে তৎকালীন বিডিআরের হাতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী কিছু বিএসএফ জওয়ান নিহত হবার পর ভারতের সংসদে শুধু বিএসএফ হত্যার নিন্দাই নয়, বাংলাদেশে হামলা করার কথাও বলা হয়েছিল!
তখনও এই সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কই সরকারের কেউ তো এর প্রতিবাদ করেনি!
নব্য কোলাবরেটর মুক্তিযোদ্ধারা দেশের পতাকা নিয়ে চেতনা ব্যবসা করেন ভালো কথা, দেশের ভৌগোলিক সীমারেখার জন্যও একটু চেতনা বরাদ্দ রাখেন। ভারত ৫৭ জন সেনা অফিসার হত্যা করে দুর্বল করেছে আমাদের সেনাবাহিনীকে; ধ্বংস করেছে বিডিআরকে; সীমান্তে জমি-নদী দখল করেছে; সীমান্তে প্রতিদিন বাংলাদেশী নাগরিকদের অপহরণ করছে, হত্যা করছে। আর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কতটা হস্তক্ষেপ করছে সেটা আপনারাই সবচেয়ে বেশী জানেন।
সে ব্যাপারে আপনাদের প্রতিবাদ-সমাবেশে কোন বীরত্ব নাই।
যদি শরীরের রক্তে সামান্যতম ভালো কিছুর অস্তিত্ব থাকে তবে আসল শত্রুর বিপক্ষে অবস্থান নেন।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন