বর্তমান শিক্ষাব্যবস্থা সঠিক নাকি বর্তমান সরকার সফল???

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২৯ নভেম্বর, ২০১৩, ০৩:৫৩:৪৯ দুপুর

শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার এই মেরুদণ্ড শক্ত করাই শতভাগ সফল।

সেইদিন আর বেশী দূরে নয় যেইদিন দেশের প্রতিটি ঘরে ঘরে শেইখ হাচিনার মত ডিগ্রীধারী থাকবে। দেশ স্বয়ংসম্পূর্ণ হবে বুদ্ধিপ্রতিবন্ধী এবং জ্ঞানপাপীতে।

অনেকদিন ধরেই শুনছিলাম এই সরকারের আমলে সব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু আমি পুরাপুরি বিশ্বাস করি নাই।

বর্তমান জেএসসি পরীক্ষায় যতগুলি পরীক্ষা হয়েছে সব বিষয়ের প্রশ্ন পরীক্ষার আগের দিন যখন শিক্ষাথিদের হাতে দেখলাম তখন বিশ্বাস করলাম কিভাবে দেশে শিক্ষার হার বৃদ্ধি পায়, কিভাবে নকলমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা যায়।

বর্তমান সরকারের শিক্ষার হার বাড়ানোর চাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই পরিক্ষাথিদের হাতে পরীক্ষার আগের দিন প্রশ্ন পৌছিয়ে দেয়। এই অবস্থা চলতে থাকলে অচিরেই আমাদের পাশের হার শতভাগ হবে। স্ব-শিক্ষায় এবং মন মানসিকতায় শিক্ষিত হওয়ার চেয়ে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়াতে আমরা গর্ববোধ করব।

ধিক এই শিক্ষা ব্যবস্থাকে, ধিক এই শিক্ষকদের এবং প্রশাসনকে যারা তাদের নিজেদের সাফল্যের পাল্লা ভারী করতে কোমলমতি শিক্ষাথীদের জীবনের শুরুতেই চুরিবিদ্যা শিখিয়ে দিচ্ছে।

১৬ কোটি বাঙ্গালীর হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File