আমজনতা

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২৬ অক্টোবর, ২০১৩, ০৪:৪৬:৪৭ বিকাল

সর্বদলীয় সরকার নাকি নিদর্লীয় সরকার?

একেক জোটের এখন একেকটা দরকার!

রাজনীতি আজ যেন দূনীতির এক সমাহার,

যে যেমনে পারছে করছে ক্ষমতার অপব্যবহার।

মামা চাচা থাকলে পরে কেয়ার করে কে কাহার!

দেশের জন্য করবে কিছু এমন সময় আছে কার?

এদিকে আজ জনমনে সৃষ্টি হয়েছে হাহাকার-

হায়রে! আমজনতা আজ অসহায় ও নির্বিকার।

হবে কি এর আশু কোন প্রতিকার?

নাকি দেশটা এভাবে হয়ে যাবে ছারখার???

দল বুঝিনা জোট বুঝিনা চাই যোগ্য সরকার,

দেশটাকে বাঁচাতে হলে মতৈক্য আসা দরকার॥

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File