ছয় ঋতু

লিখেছেন লিখেছেন মোসাদ্দেক ২৭ অক্টোবর, ২০১৩, ১২:৪৮:৪৯ রাত

ছয় ঋতু

-মোঃ মোসাদ্দেক হোসেন

গ্রীষ্ম যে আসে ঊষ্ণতায়

মধু ফলে ভরে

বর্ষা এলে ঝরে বৃষ্টি

নদী-পুকুর ভরে।

শরৎ যে আসে কাশফুলে

হরেক মেঘের ভেলায়

সোনা ধা‍নে গাঁয়ে গাঁয়ে

হেমন্ত যে দোলায়।

কুয়াশাতে শিশির ঝরে

হাঁড় কাপে যে শী‍তে

বসন্ত আসে ফুল ফুঠে

ঘ্রান বিলিয়ে দিতে।

ছয় ঋতুতে হরেক রঙে

হাজার নদীর পথে

রুপের ‍সেরা বিশ্বমাতা

হারাই রুপের স্রোতে।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File