বিজয়ীর আর্দশকে গ্রহন করে
লিখেছেন লিখেছেন গরেএন ৩১ অক্টোবর, ২০১৩, ০৩:২২:১২ রাত
মুসলিম জীবনের কাজ হচ্ছে ইসলামকে বিজয়ীর জন্য সর্বাত্নাক আন্দোলন করা । এর উপর আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা নির্ভর করে । নবীদের কাজ মানুষকে জান্নাত মুখী করে গড়ে তোলা । আর শয়তানের একমাত্র কাজ মানুষকে জাহান্নাম মুখী করা । নবীদের যোগ্য উম্মত হিসাবে আমাদের একমাত্র দায়িত্ব হল ইসলামকে বিশ্ব জয়ী আর্দশ হিসাবে তুলে ধরা । আমরা আমাদের ইতিহাসের দিকে তাকালে দেখব ইসলামী শাষন ব্যবস্হা জখন বিশ্বকে নেতৃত্ত দিয়েছিল তখন সারা দুনিয়ার ফোকাস ছিল ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রতি । এর ফল হয়ে ছিল তারা ইসলামের পরশ পেয়ে ছিলেন যেমনটি আজ এর বিপরীত চিত্র দেখি । মুসলিম জাতি আজ অন্যের দুয়ারে ভিক্ষা করছেন । মুসলিম ছেলে-মেয়েরা ইউরোপ-আমেরিকা পড়তে য়াচ্ছেন আর নাস্তিক্যবাদী মতবাদ আমদানি করেছেন । তাই ইসলামী অর্থনীতিকে বলা হচেছ মৌলবাদী অর্থনীতি,ইসলামী বিচারকে বলা হচেছ বর্বর,সেকেলের । প্রবাদ আছে যে,প্রজা নাচে রাজার তালে ।একটি অফিসের বস যদি ইসলামের অনুসারী না হন তাহলে তার অধীনস্তরা ইসলামের বিধান মানবেনা । আজ আমরা ইউরোপ-আমেরিকাকে খুশি করতে তাদের নীতি আমারদর অর্থ,রাষ্ট,শিক্ষা,বিচারর কৃষি,শিল্প,ব্যবসা-বানিজ্য,অফিস-আদালত,কল-কারখানতে ব্যবহার করছি । কারণ তারা আজ বিজয়ী । আমরা পরাজিত,আমারদর আর্দশ পরাজিত । এর থেকে মুক্তির পথকি মিলবে ?মুক্তির পথ একটাই তা হল শিক্ষা-দীক্ষায় শেষ্ট্রত্ব অর্জন করতে হবে । নেতৃত্বের দায়িত্ব নিতে হবে । ইসলাম বিরোধী পক্ষ কখনো চাবেনা মুসলিমরা নেতৃত্বে পাক । একটা উদাহরন দিলে পরিস্কার বুঝা যাবে কোন কোন দেশে লোকের নেতৃস্হানীয় লোক যাদ রাস্ট্র ক্ষমতায় থাকেন তার পক্ষে ঐ দেশে তার অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা,বসবাস নিরাপদ ও সহজ । এ জন্যেই ক্ষমতাদর দেশ বিভিন্ন দেশে তাদের সামরিক বাহিনী মোতায়ন রাখেন । মুসলিম জাতি যদি ইসলামী আর্দশের আলোকে রাষ্ট গড়ে তুলেন তাহলে এমন কোন শক্তি নেই যে তাদের উপর হামলা করবে । এ জন্যেই আমাদের সর্ব প্রথম ও সর্ব শেষ কাজ হচেছ ইসলামকে বিজয়ী আর্দশ হিসাবে প্রতিষ্টত করা ও রাখা ।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন