অতি লোভ ভাল নয় ।
লিখেছেন লিখেছেন প্রবাসী বাংগালী ১৯ নভেম্বর, ২০১৩, ০৭:০৫:৪৪ সন্ধ্যা
বর্তমান সরকারের আচরণ দেখে একটি কৌতুক মনে পড়েছে । দুই লোভী লোক একটি চাকরকে নিয়ে রওনা দিল দূরের এক গন্তব্যে কিন্তু কিছু দূর যাওয়ার পর পেটে খিদে পেয়েছে সাথে খাবার অল্প । লোভী লোকদ্বয় বুদ্ধি আঠল চাকরকে কিভাবে বজ্ঞিত করে খাবারটুকু গলদকরণ করা যায় । একটি ছায়া ধার বৃক্ষের নিচে বসে বলতে লাগল অনেক রাস্তা অতিক্রম করেছি একটু জিরিয়ে নেই , এরপর খাবার খাব কিন্তু একটি শর্ত আছে তা হচ্ছে ঘুমে স্বপনে যে সবচেয়ে বেশী দূর যাবে সেই ই একা সবটুকু খাবার খাবে । তিনজন ঘুমের ভান ধরল । চাকর চুপিসারে উঠে সবটুকু খাবার খেয়ে মনের আনন্দে ঘুমাতে লাগল। অনেকক্ষণ পর সবার ঘুম ভাঙল । এবার স্বপনের প্রতিযোগীতার পালা ,লোভী লোকদ্বয়ের ফন্দি হল চাকরত দেশ বিদেশ ঘুরাফেরা করে নাই সে আর কি বলবে । তাই একজন বলল আমি স্বপনে চলে গিয়েছিলাম মঙ্গল গ্রহে । অন্যজন বলল আমি চলে গিয়েছিলাম চাঁদের দেশে ।এবার চাকরের পালা সে কান্নার সূরে বলল আপনারা দুজন দুই গ্রহে চলে গেছেন আর এখানে আমি একা । এক বিরাট বড় পালোয়ান একটি লাঠি নিয়ে এসে আমাকে বলল উঠ সালা ……………! আমি উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম ও আপনাদেরকে ডাকতে লাগলাম কিন্তু আপনারা চলে গেছেন চাঁদে ও মঙ্গলে । এরপর পালোয়ান বলল কাঁদছিস কেন ………………………………………………………..? আমি বললাম আমাকে মারবেন না আমি পেঠের ক্ষুদায় কাতর । পালোয়ান বলল ব্যাগ খোল , খাবার যা আছে সব খা …………………………………………………………….! এরপর চলে গেল………………………………………………আমার এখনও ভয় হচ্ছে…………….ওমা হো উউ…উউ…উউ…………………….।- লোভীদ্বয় একে অন্যর দিকে থাকিয়ে রইল…………………………………………………………………!
বিষয়: রাজনীতি
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন