নব্য রাজাকারদের আস্ফালন ভূলবো কি করে...?
লিখেছেন লিখেছেন সায়েম খান ২০ মার্চ, ২০১৫, ০৩:২৭:২৪ দুপুর
রাগে-দুঃখে বুকটা ফেটে যাচ্ছিল, যখন দেখছিলাম আমার দেশের নাগরিক হয়েও কিছু লোক গতকালের খেলায় ইন্ডিয়াকে সাপোর্ট করছে। আমি তাদের বলেছিলাম -
ভাই,বাংলাদেশের নাগরিক হয়েও নিজ দেশের বিপক্ষে যে দেশ খেলছে তাদেরকে সাপোর্ট করছেন? এই কি আপনাদের দেশপ্রেম?
উত্তর পেয়েছিলাম -
আরে ভাই খেলার মধ্যে দেশপ্রেম টেনে আনছেন কেন? যে দল ভালো খেলে তাকেই তো সাপোর্ট করবো নাকি? বাংলাদেশ কি জীবনেও ইন্ডিয়ার সাথে জিততে পারবে?
আমি আর কথা বাড়াইনি,শুধু নীরবে দেখেছি ইন্ডিয়ার পক্ষে ঐসব নব্য রাজাকারদের উল্লাস।
বাংলাদেশ সত্যিই জিততে পারেনি,বাংলাদেশকে জিততে দেয়া হয়নি। বাংলার বাঘেরা লড়াই করে হেরেছে। তাই এই পরাজয় পরাজয় নয়। এই কষ্ট সহজেই ভোলা যায়,কিন্তু নব্য রাজাকারদের সেই আস্ফালন কি করে ভূলবো...?
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ যদি আগে থেকেই কোন দল কে সাপোর্ট করে, অথচ সেই দেশটি তার নিজ দেশের বিরুদ্ধে খেলবে, এমবস্থায় ওইদেশের প্রতি তার এতো দিনের সাপোর্ট চলে যাবে না, স্বাভাবিকভাবে সে পড়বে মদহুর সমস্যায়, দেশ কেও সাপোর্ট করতে পারবে না, আবার নিজের ভাললাগার দল কেও না।
এমন হতেই পারে, খেলার সময় নিজ দেশ কে সাপোর্ট না করে অন্য দেশ কে সাপোর্ট করলে দেশের প্রতি টান কমে যাবার কোন কারণ আমি দেখি না।
মন্তব্য করতে লগইন করুন