কেমন আছো টুডেব্লগ?
লিখেছেন লিখেছেন সায়েম খান ১১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩৪:৩০ বিকাল
কেমন আছো বন্ধুরা? দীর্ঘ ৭ মাস পর ব্লগে ফিরলাম। জানিনা এই ব্লগে আমার সেই পুরোনো বন্ধুদের পদচারণা এখনো আছে কি না? ব্লগ থেকে দূরে থাকলেও যাদের এখনো আমি ভূলিনি, হয়তো ভূলতে পারবোনা কখনওই...
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি।
আমার আর আমার কবিতার কথা মনে আছে জেনে অনেক ভাল লাগলো।
ভুলিনি ১টুও। স্বাগতম আপনাকে...
কিছুদিন আগে আপনার জীবন পথে চলার সাথীকে দেখেছিলাম
এই নিন হ্যামার।
প্রিয় মানুষগুলো আমার খবরও রাখে!!
ফেবুতে পরিচয় গোপন করার কি প্রয়োজন ছিলো? পরিচয় জানালে আরও খুশি হতাম।
পথচলায় হয়তো অনেকেই দূরে সরে গেছে!তাই বলে নতুনদের নিয়ে চলায় অসুবিধা আছে কী!!!!
ধন্যবাদ, আমার ব্লগ আলোকিত করার জন্য।
বেশি হাওয়া দিলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই দিইনি। প্রিয় মানুষগুলোর ঠান্ডা লাগুক এটা কখনোই আমি চাইনা...
মন্তব্য করতে লগইন করুন