-০ শিক্ষকের স্বরণে ০-
লিখেছেন লিখেছেন সায়েম খান ৩০ মে, ২০১৪, ০২:০০:২৩ দুপুর
আমাদের স্কুলে ছিলেন এক স্যার,
আব্দুল মান্নান নাম ছিল তার।
তার মতো ভালবাসা, তার মতো স্নেহ,
দিতে বুঝি কভূ আর পারবেনা কেহ।
আদব-কায়দা তিনি শিখিয়েছেন যত,
এই অবদান নয় ভোলার মতো।
লেখাপড়া, খেলাধূলা আর নামাজের,
শিক্ষা দিতেন তিনি সকল কাজের।
মহান সে শিক্ষক আজ আর নেই,
তবুও তিনি বেঁচে আছেন সবার মাঝেই।
-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-
আজ কেন যেন প্রয়াত শিক্ষক আব্দুল মান্নান স্যার এর কথা খুব মনে পড়ছে। তাই তাকে উৎসর্গ করে আমার লেখা কবিতাখানি ব্লগের বন্ধুদের জন্য শেয়ার করলাম।
বিষয়: সাহিত্য
১৪৫৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখুন ভালো লাগছে.....। পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
তবুও তিনি বেঁচে আছেন সবার মাঝেই।
শিক্ষকরা বেঁচে থাকে তাদের কর্মগুণে ছাত্রদের মাঝে । আপনার শিক্ষক বেঁচে থাক চিরকাল সেই কামনাই করি।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন
মন্তব্য করতে লগইন করুন