>•< এসেছে বসন্ত >•<
লিখেছেন লিখেছেন সায়েম খান ০১ মার্চ, ২০১৪, ০৯:২৮:৪৮ রাত
বসন্ত এসেছে ধরায়
বসন্ত এসেছে এ মনে,
কোথায় তুমি প্রিয়তমা
এমন মধুর ক্ষণে?
ফুটেছে ফুল জেগেছে পাতা
গাইছে পাখি গান,
ফিরে এসো তুমি প্রেয়সী আমার
ভুলে সব অভিমান।
এই বসন্তে দিয়েছিলে তুমি
তোমার হৃদয়ে ঠাই,
সবকিছু আছে আগের মতোই
নাই শুধু তুমি নাই।
বিষয়: সাহিত্য
১৬১১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝতে হব্বেই সেটাওতো না????
ধন্যবাদ
আপনাকেও ...।
বৈশাখ আগত প্রায় ...
প্রিয় কবি, ব্লগের বন্ধুরা তোমায়
ব্লগে দেখতে চায়।
মন্তব্য করতে লগইন করুন