=• তোমারই প্রতীক্ষায় •=
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৯:০৬ সকাল
বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।
নিঃশব্দে চুপিচুপি পা ফেলে
এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,
পিছনে ফিরে যেইনা তাকাব আমি
তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।
হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে
তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,
আধফালি চাঁদ উকি দেবে গগনেতে
শুধু আলো দেবে কইবেনা কোন কথা।
ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে
সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা,
রাখবো মাথা আমি তোমারই কোলে
দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।
আজ থেকে প্রায় বছর তিনেক আগে
কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,
আজ শুধু তুমি নেই আমারই পাশে
সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।
ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে
বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,
জানি একদিন আসবেই ফিরে তুমি
সব ভুল ছিল যেদিন হবে তা জানা।
তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে
নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে
আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।
বিষয়: সাহিত্য
১৪৪২ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।
নদীর পাশে বসে থাকা আমার খুউব ভালো লাগে।
একা একা নদীর পাড়ে বসে নদীর স্রোত দেখে সুখী মনে ঘন্টার পড় ঘন্টা কাটিয়ে দিতে পারি আমি আলহামদুলিল্লাহ ।
কবি ভাই অনেক সুন্দর কবিতা ধন্যবাদ।
তার মধ্যে কচুরীপানা এবং ভেসে যাওয়া ইত্যাদি খুউব ভালো লাগে। আলহামদুলিল্লাহ।
আর আমি নদীর পাশে গেলে যখন শরীরে বাতাস লাগে তখন ভালোবাসার আধার আমার রব আল্লাহর কথাই মনে করি ভাবি চিন্তা করি।
ও প্রেমময় ভালোবাসার আধার হে মহান আরশের মালিক হে রব তুমি তোমার ভালোবাসায় এ মনটাকে হেদায়েতের নুর দিয়ে পূর্ণ করে দাও।
ও আমার আল্লাহ।
আপনার কবিতায় হারিকেনের মন ভালো হয়ে যাবে।
দুষ্ট আফরামিণ আপনার কমেন্টটা পড়ে বেশ মজা পেলাম
'কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে '
তার মানে আপনি নিশ্চয়ই কারও জন্য এভাবে অপেক্ষা করেছিলেন, তাই এই কষ্টটা উপলব্ধি করতে পারছেন। ঠিক তো...?
মন্তব্য করতে লগইন করুন