✘ভাললাগা ও অসহায়ত্ব✘

লিখেছেন লিখেছেন সায়েম খান ২৩ জানুয়ারি, ২০১৪, ০৬:০১:৪০ সন্ধ্যা

১৬ ই ডিসেম্বর ২০০৩

দিনটি ছিল বিজয়ের দিন,

কুচকাওয়াজ আর শরীরচর্চা

দেখতে মাঠে গেলাম।

অনেকগুলি মুখের ভিড়ে

একটি মেয়ে আমাকে ঘিরে,

স্বপ্নজাল বুনছে তা

অনুভবে বুঝলাম।

জানলাম মন বলেছিল যা

একশত ভাগ সত্যি কথা

আসলেই সেই মেয়েটি আমায়

করেছে পছন্দ,

ব্যবহার নাকি খুব ভাল তার

দেখতেও নয় মন্দ।

বুঝি সে বড়ই একা...

আনন্দে সে দিশেহারা হয়

যদি পায় মোর দেখা,

আজকের এই কবিতা আমার

তারই উদ্দেশ্যে লেখা।

এই মনও তাকে পেতে চায়

কিন্তু ফ্যামিলি নেবেনা মেনে,

কি করে তাকে বাসবো ভাল

আমি এইকথা জেনে?

কষ্ট পেওনা সোমা ...

পারিনি তোমাকে করতে আপন

করে দিও মোরে ক্ষমা।

=•=•=•=•=•=•=•=•=•=•=•=

রচনাকাল: ১৯.১২.২০০৩ ইং।

বিষয়: সাহিত্য

১৩৬৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166359
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
চাচা লিখেছেন : যাক বাবা বেঁচে গেছেন, ভালবেসে ফেললে হয়তো জটিলতা তৈরি হতো। অনেক ভাললাগলো কবিতাটি।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
120487
সায়েম খান লিখেছেন : আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।
166366
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
120614
সায়েম খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
166388
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
120755
সায়েম খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
166514
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৭
হলুদ রঙ মেঘ লিখেছেন : ভালবাসা একটা মানসিক ব্যাধি।
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
120822
সায়েম খান লিখেছেন : সেই ব্যাধিতে আক্রান্ত না হওয়াটা সৌভাগ্য নয় কি?
166606
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:২০
সাইদ লিখেছেন : ভালো লাগলো ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
121460
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ।
166655
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Time Out Time Out
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
122409
সায়েম খান লিখেছেন : কি বলবো ভেবে পাচ্ছিনা।
166787
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : এবারে বড় বেঁচে গেছেন। ভুলেও ও নাম মুখে নেবেন না। বিপদের সম্ভাবনা। ধন্যবাদ, ভাল থাকুন।
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
122410
সায়েম খান লিখেছেন : হুম ১০ নম্বর মহাবিপদ সংকেত!!!
167783
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০০
আওণ রাহ'বার লিখেছেন : সায়েম ভাই বেশ অভিমানী মানুষ।
এত অভিমান!!!!!!
আমার অভিমান শব্দটা নাই বললেই চলে।
কিন্তু আমি যেনো কেমন কারো অভিমান সহ্য করতে পারিনা।
এবং কারো অভিমান ভাংতেও পারিনা। Sad Crying Sad Crying
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
122877
সায়েম খান লিখেছেন : আমি জানি আপনার কোন অভিমান নেই, আপনি অনেক সুখী মানুষ তো তাই হয়তো আপনার অভিমান নেই। আর আমার অভিমান থাকলেও অভিমান ভাঙ্গানোর লোক নেই। তবে একটি কথা জেনে রাখবেন, মানুষ কখনো শত্রুর সাথে অভিমান করেনা। মানুষ তার আপন মানুষদের সাথেই অভিমান করে।
169073
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
স্বপ্নকন্যা লিখেছেন : প্রেম হয়ে গেলেই হয়তো ভাল হতো, তাহলে অন্তত আজ এতো কষ্টের কবিতা লিখতে হতো না। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
123345
সায়েম খান লিখেছেন : ভাল হতো কিনা জানিনা, তবে যদি প্রেমে না পড়ার কারণেই আজ কবি হয়ে থাকি সেটাও অনেক বড় পাওয়া নয় কি?
১০
169726
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
বুড়া মিয়া লিখেছেন : আহ! ছোটকালের কথা মনে পড়ল, এমন দিনে আগে বেশীরভাগ সময় ফ্ল্যাগম্যান অথবা ট্রুপ লীডার হিসেবে নামতাম কুচকাওয়াচে!
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
127001
সায়েম খান লিখেছেন : তাই নাকি? ভাল ভাল, আনন্দময় স্মৃতি স্বরণ করিয়ে দিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File