=o তুমি বড় পাষাণী o=

লিখেছেন লিখেছেন সায়েম খান ২০ জানুয়ারি, ২০১৪, ০৫:২৮:০৭ বিকাল

কতটা পানি ঝড়েছে শুধু

আমার দু'চোখ বেয়ে

দেখিনি আমি তা মেপে,

তবে আকাশ দেখেছে

পাথর দেখেছে

তারাও উঠেছে কেঁপে।

কতটা আঘাত সয়েছে আমার

ছোট্ট এই হৃদয়...

আমার নেই তা জানা,

তবে অনেক মায়াবীর

চোখের জলও

তা দেখে মানেনি মানা।

কতটা শোকে আজকে আমি

হয়েছি কঠিন পাথর,

তুলবোনা সেইকথা ...

তবে অনেক সীমার

আমার কষ্টে

পেয়েছে কঠিন ব্যথা।

এতটা নিষ্ঠুর প্রেয়সী তুমি

গলেনা তোমার মন

শুধু এটাই আমি জানি,

তবে তোমার কথা

সকলে বলেছে

তুমি বড় পাষাণী।

বিষয়: সাহিত্য

১৬১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164909
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
কথার কথা লিখেছেন : খান সাহেবের কবিতা
চমৎকার সবিতা
হৃদয় ভাঙার গান
কবি সায়েম খান।
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
119080
সায়েম খান লিখেছেন : কথার কথা 'র আগমন, শুভেচ্ছা স্বাগতম।
164910
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
আহমদ মুসা লিখেছেন : খুস সুন্দর কবিতা।
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
119081
সায়েম খান লিখেছেন : 'খুস সুন্দর কবিতা' কি ভাই? প্রসংশা করলেন, নাকি সমালোচনা?
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
119084
আহমদ মুসা লিখেছেন : দুঃখিত ভাই, টাইপিং মিসটেক হয়েছে। মুছে দিতে পারেন আমি নতুনভাবে মন্তব্যে করছি আবার।
164911
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
আহমদ মুসা লিখেছেন : খুব সুন্দর একটি কবিতা। প্রেয়সীর নিষ্ঠুর আচারণে হৃদয় ক্ষত বিক্ষত হলেও সেদিকে তার ভ্রুক্ষেণ নেই। অথচ আঘাতের পর আঘাত সহ্য করতে করতে হৃদয়টা যেন একেবারে পাথরে পরিণত হয়েছে। যদি প্রিয়সীর হৃদয়টাও এমন পাথরে পরিণত হয় তবে নির্ঘাত পাথর আর পাথরের ঘষাতে আগুণ জ্বলে উঠবে নিশ্চয়ই।
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
119142
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। আপনার পূর্বের মন্তব্যটি যে ভুলের কারণেই হয়েছে তা বুঝতে পেরেছিলাম, তবুও একটু রসিকতা করেছিলাম আরকি...
164939
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভালো Rose
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
119146
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ।
164946
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব ভালো লাগলো
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
119410
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ।
164996
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০০
আওণ রাহ'বার লিখেছেন : এত দুঃখ কোথায় রাখি? Sad Crying এই ফোঁটাগুলো যদি রবের প্রেমে ঝড়তো তাহলে কতইনা ভালো হতো।
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৯
119418
সায়েম খান লিখেছেন : ঠিক বলেছেন, রবের সাথে প্রেমই সর্বোত্কৃষ্ট প্রেম।
165046
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১২
119424
সায়েম খান লিখেছেন : ভাল লেগেছে জেনে আমি আনন্দিত।
165067
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ।
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
119470
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ।
165182
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
আলোকিত ভোর লিখেছেন : Sad Sad Sad
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
119472
সায়েম খান লিখেছেন : আমার ব্লগে স্বাগতম, তবে মুখটা এমন হাড়ির মত করে রেখেছেন কেন?
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
119587
আলোকিত ভোর লিখেছেন : আপনার দুঃখকাব্য পড়েইতো এমন হলোSurprised
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৭
119807
সায়েম খান লিখেছেন : আমার দুঃখে কেউ ব্যথিত হয় জেনে আনন্দিত হলাম।
১০
165243
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
বুড়া মিয়া লিখেছেন : এসব পাষানী প্রেয়সীদের জন্য দুঃখ-গাথা না লিখে এদেরকে উৎখাত এর জ্বালাময়ী-বাণী ভালো হতো।

ওরা থাক ওদের ছলনা নিয়ে, আমাদের এগিয়ে যেতে হবে নতুন ললনার দিকে ...

তবে রাহবার যেটা বলেছে, তা সত্যই।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
119521
সায়েম খান লিখেছেন : সত্যি বলছি তোমাকে আর ভালবাসিনা
তোমার জন্যে মিছেমিছি রাত জাগিনা ,
এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালবাসি শুধু আমাকেই ...।
সব প্রেমিকের উচিৎ হবে পাষাণীদের উদ্দেশ্যে এই গান গাওয়া। ঠিক তো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File