স্বপ্নের সমাধী
লিখেছেন লিখেছেন সায়েম খান ১২ ডিসেম্বর, ২০১৩, ১১:১৭:৪৯ সকাল
আমি যদি হতাম মুক্ত পাখি
ডানা মেলে উড়তাম নীল আকাশে,
হতাম যদি কোন বন্য হরিণ
চড়ে বেড়াতাম সবুজ সতেজ ঘাসে।
হতাম যদি আমি নীল প্রজাপতি
বেড়াতাম ঘুরে কতইনা ফুলে ফুলে,
হতাম যদি আমি অথৈ নদী
বইতাম এই কূল থেকে ঐ কূলে।
হতাম যদি পাহাড়ী ঝর্ণাধারা
রূপ দেখে মোর মুগ্ধ হতো সবে,
হতাম যদি কোন বাসন্তী ফুল
শোভা পেতাম কারও বাড়ীর টবে।
পাইনি হতে আমি এসবের কিছু
হতে পেরেছি শুধুই বাঁধা ঘুড়ি,
লাটাইটা মোর আছে যে জনার হাতে
তার ইচ্ছাতেই আমি বিচরণ করি।
শুধু শুধু মিছে করি আমি কল্পনা
স্বাধীন আমি আছি কতইনা সুখে,
কল্পনাটা কল্পনাই গেল রয়ে
স্বপ্নগুলোর সমাধীর হলো এবুকে ।
-=০০০0I0০০০=-
বিষয়: সাহিত্য
১৬৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন