=• জীবন্ত লাশ •=
লিখেছেন লিখেছেন সায়েম খান ০৯ ডিসেম্বর, ২০১৩, ১১:০৫:১৪ সকাল
তোমার-আমার অনেক তফাৎ
নয়তো কিছুর অভাবে,
তফাৎ শুধু জীবনধারায়
আর দু'জনার স্বভাবে।
তোমার জীবন হেসে খেলেই
কাটে অষ্টপ্রহরে,
আমার জীবন কষ্টে কাটে
নিষ্ঠুর এই শহরে।
পারিনা আমি সবার মতো
কথায় কথায় হাঁসতে,
তাই বুঝি কেউ চায়না আমায়
একটু ভালবাসতে।
জান কি তুমি? যদি কখনো
একটুও আমি হাঁসি,
তার আড়ালে লুকিয়ে রাখি
কষ্ট রাশি রাশি।
লক্ষ জনের মাঝেও আমায়
লাগে বড় একা,
সত্যিকারের সাথী হয়ে
কেউ দিলোনা দেখা।
দুঃখের মাঝেই সারাজীবন
আমার বসবাস,
তাইতো আমি বেঁচে থেকেও
জীবন্ত এক লাশ।
বিষয়: সাহিত্য
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন