সাদাকালো স্বপ্ন
লিখেছেন লিখেছেন সায়েম খান ০৭ ডিসেম্বর, ২০১৩, ১১:০৮:৪১ সকাল
এখন আমি স্বপ্ন দেখি
শুধুই সাদাকালো,
চোখ বুজিলে দেখিনা আর
রঙ্গীন স্বপ্নগুলো।
যেদিন থেকে দেখলাম আমি
আমার এচোখ দিয়ে,
আমায় ছাড়া সুখেই আছ
অন্য সাথী নিয়ে।
প্রেমের মাঝে ছলনা আছে
বুঝেছি সেদিন এই,
মানুষ শুধু খোলসে মোড়া
ভিতরে মানুষ নেই।
ভালবাসলে আঘাত দেবে
এই মানুষের রীতি,
কেমন করে করবে তবে
সত্যিকারের প্রীতি?
তাইতো এখন খুঁজিনা আমি
কারও ভালবাসা,
ভেঙ্গে গেছে বুকের মাঝে
যত ছিল আশা।
হারিয়ে গেছে দুই নয়নের
রঙ্গীন স্বপ্নগুলো,
তাইতো এখন স্বপ্ন দেখি
শুধুই সাদাকালো।
------------------------------
রচনাকাল: ১০/০৬/২০০৩ ইং।
*****************
কিছুটা অভিমান নিয়ে কয়েকদিন ব্লগ থেকে দূরে সরে ছিলাম। ব্লগে আমার যারা শুভাকাংখী ছিলেন জানিনা তারা আমাকে কতটুকু মিস্ করেছেন,তবে আমি সবাইকে অনেক মিস্ করেছি। ব্লগ থেকে কিছুটা দূরে থাকলেও ব্লগের প্রতি, ব্লগের বন্ধুদের প্রতি আমার ভালবাসা একটুও কমেনি। একারণেই আবার আপনাদের মাঝে ফিরে এলাম। সাথে আছি, সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের ভালবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন