নতুন বিদ্রোহী

লিখেছেন লিখেছেন সায়েম খান ১৯ নভেম্বর, ২০১৩, ০৬:৩৬:২২ সন্ধ্যা

আমি নতুন এক বিদ্রোহী

আমি নতুন এক মহাবীর,

আমি চুর্ণ করবো পাপের রাজ্য

হয়ে আজ তিতুমীর্।

তছনছ করে দেব আমি আজ

সকল অপশক্তি,

আমি ইরাক,আফগান,ফিলিস্তিনের

ঘরে এনে দেব মুক্তি।

আমি উপড়ে ফেলবো

যুদ্ধবাজ ঐ কুকুরগুলোর বিষদাত,

আমি গুড়িয়ে দেব

অত্যাচারী নরপশুদের কালোহাত।

আমি টর্নেডো,আমি সাইক্লোন

আমি এযুগের এক নজরুল,

আজ শয়তানী সব চক্রান্ত

করে দেব আমি ভন্ডুল।

আমি ধ্বংস করবো জঙ্গীবাদকে

সকল শেকড় শুদ্ধ,

ওদের কালো থাবা থেকে আমি

ধর্ম করবো মুক্ত।

আমি ধর্ম কিংবা দেশের জন্য

জীবন দিতেও প্রস্তুত,

অপশক্তির বিরুদ্ধে আমি

এযুগের এক জমদূত।

আমি অগ্নিগিরির অগ্নুৎপাত

জ্বলে উঠি তাই বারবার,

আমি মানুষরূপী শয়তানদের

পুড়িয়ে করবো ছাড়খার্।

আমি ছিড়ে ফেলব

মুসলমানদের পরাধীনতার জিঞ্জির,

আমি সবকিছু শেষে এই ধরণীতে

ওড়াবো নিশান শান্তির্।

___________________________

রচনাকাল: ০৫/০৫/২০০৫ ইং।

-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-

বিষয়: সাহিত্য

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File