--০০ ভয়েস চ্যাট ০০--
লিখেছেন লিখেছেন সায়েম খান ০৫ নভেম্বর, ২০১৩, ০২:২৩:০৪ দুপুর
অকারণে মোবাইল ব্যালেন্স
ফুরাতে যারা চান,
২৮২৮ ডায়াল করে
পেতে রাখুন কান।
প্রশ্ন নিশ্চয়ই জাগছে মনে
হোয়াট ইজ দ্যাট?
২৮২৮ মানে হলো
ডিজুস ভয়েস চ্যাট।
মনের মত বন্ধু পেতে
করেছিলাম কল,
বন্ধু না পেয়ে পেলাম
কৃতকর্মের ফল।
বন্ধু খুঁজছি মোবাইলের
নির্দেশনা শুনে,
মেয়েদের নামের সেঞ্চুরীটা
করলাম গুনে গুনে।
নাম শুনে যেইনা আমি
কথা বলতে চাই,
মিনিট খানেক ব্যান্ডের গান
শুনতে আগে পাই।
তারপরেতে এক ম্যাডাম
মিষ্টি কন্ঠে বলেন,
এই বন্ধুটি বিজি আছে
সামনের দিকে চলেন।
এইভাবেতে চলতে চলতে
একশো যখন পার,
নিরাশ হয়ে ভাবলাম আমি
নেই প্রয়োজন আর্।
লাইনটাকে কেটে দিয়ে
ব্যালেন্স দেখার পর,
গায়ে যেন আসলো আমার
একশো ডিগ্রী জ্বর।
তিনশো টাকা থেকে নেমে
ব্যালেন্স হলো ছয়,
আমার মত দশা যেন
আর কারও না হয়।
--০০--০০--০০--০০--০০--
রচনাকাল: ১৮-০৩-২০০৯ ইং।
ভয়েস চ্যাট আইডি: ২৮২৮১০০৫৪৯৫৪৪।
***************
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন