বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া
লিখেছেন লিখেছেন হারানো সুর ২৪ মে, ২০১৪, ১১:২৭:৪১ সকাল
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট। তিনি বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনার স্থলাভিষিক্ত হবেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে মার্সিয়াকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানা যায়।
মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট একজন পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি সেক্রেটারি। ২০১২ সাল থেকে এই দায়িত্বে আছেন তিনি। এর আগে তিনি সেনেগাল ও গিনি-বিসাউতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ২০০৬-০৮ সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর অফিস পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মার্সিয়া।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর অর্থ নতুন খেলা শুরু হবে
মন্তব্য করতে লগইন করুন