স্বাস্থ্য কথা

লিখেছেন লিখেছেন হারানো সুর ০৯ মে, ২০১৪, ০৫:৫৯:৫৯ বিকাল

HDL কোলেস্টোরল স্বাস্থ্যের জন্য ভালো। যাদের রক্তে প্রতি ১০০ মিলিলিটারে ৪০ মিলিগ্রামের কম HDL কোলেস্টোরল আছে তাদের এ কোলেস্টোরল বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রতিদিন গড়ে ৪০ মিনিট হাঁটাহাঁটি এবং সামুদ্রিক মাছের তেল রক্তে HDL কোলেস্টোরল বাড়াতে সাহায্য করে। হৃদরোগীদের জন্য যে তেলগুলো স্বাস্থ্যকর- সরিষার তেল, সয়াবিন, সূর্যমুখীর তেল এবং যে তেলগুলো ক্ষতিকর- পামঅয়েল, নারিকেল তেল ও পাম কার্নেল।

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219487
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২১
হতভাগা লিখেছেন : মিঠা পানির মাছের তেলে কি কোন সমস্যা হবে ? শাক সবজি খেয়ে কি HDL কোলেস্টোরল বাড়ানো সম্ভব হবে ?
219491
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ এগুলা পামু কোনে ভাই? গরীব মানুষ Sad দিন আনি দিন খাই। তবে ধন্যবাদ শেয়ার করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File