পহেলা বৈশাখ

লিখেছেন লিখেছেন হারানো সুর ১৫ এপ্রিল, ২০১৪, ০৭:১৪:১৬ সকাল

গতকালকে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে যা হল তা এক কথায় ভাষায় প্রকাশ করার মত না। নারী পুরুষের অবাধ চলাফেরা ,কিছু মেয়েদের আধুনিকতা ও প্রগতিশীলতার নামে অশালীন অর্ধ উলঙ্গ ড্রেস পরে বেহায়াপনা। হাতি, ঘোড়া, বাঘের প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্তার নামে কূফরি কার্যকলাপ। আজকে অনলাইন নিউজ পেপারের রিপোর্ট থেকে যা জানলাম এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলাম তা কোন সভ্য সমাজে প্রকাশ করার মত না। আছকে রমনা পার্ক এবং ঢাকা ভার্সিটির টিএসসিতে আধুনিক ছেলেরা যে আদিম, নির্লজ্জ, বর্বর চেহারা প্রকাশ করল তা বাংলাদেশের মত একটা মুসলিম দেশের জন্য সত্যিই লজ্জাসকার। রমনা পার্ক এবং টিএসসিতে ছেলের ভীড়ের মধ্যে মেয়েদেরকে মনে হয় খুবলে খুবলে খাবে এ রকম অবস্থা। এটা সত্যিই আমাদের জন্য ও লজ্জাজনক যে আমরা এমন একটা সমজে বাস করি যে সমাজের তরুণেরা এই রকম নোংরা চরিত্রের অধিকারি। আমরা যারা ইসলাম পন্থী দাবিধার তাদেরকে এ ব্যাপারে আরো সতর্ক হতে হবে . পহেলা বৈশাখ বিজাতীয় সংস্কৃতি হারাম এসব কথা বলে ঘরে বসে থাকলে হবে না। এই দিনে কোরয়ান তেলায়াত, মুসলিম উম্মার শান্তি - সমৃদ্ধী কামনা করে দোয়া অনান্যভাবে ইসলামি শরীয়ত অনুযায়ী পালন করতে হবে।

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208082
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৪
হতভাগা লিখেছেন : ছেলেরা তো এসব উতসবে এবং এসব জায়গায় মেয়েদের পেলে খুবলে খুবলে খায় ।

তাহলে এসব জেনেও মেয়েরা কেন সেখানে যায় ?

ছেলেদের উপরই সব দোষ চাপিয়ে কি নিজের সাইবার স্ট্যাটাস ধরে রাখতে/আপগ্রেড করতে চাইছেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File