আত্ন অহংকার
লিখেছেন লিখেছেন হারানো সুর ১৮ নভেম্বর, ২০১৩, ০৮:৫১:২১ রাত
একটা সময় ছিল যখন দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতাম এবং চিন্তা করতাম। কিন্তু আজ থেকে প্রায় ১৬-১৭ বছর আগে নিজেকে অনেকটা আড়াল করে নেই। সকলের কাছ থেকে নিজেকে গুঁটিয়ে নেয়ার এক ধরনের মানসিকতা আমার মধ্যে প্রবল আকারে দেখা যায়। এটাকে অহংকার বলা হবে কিনা জানিনা? তবে এক ধরনের নিসঙ্গতা আমাকে আঁকরে ধরে। আত্ন উন্নতি ছাড়া অন্য কিছুই তেমন ভাবতাম না। নিজের চাকুরী এবং সংসার নিয়েই আমার দিন কেটে যেত। অনেকে মনে করত আমি হয়ত আত্ন অহংকারে ভুগছি।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন