পুলিশি তাণ্ডব ও হত্যা কাণ্ডের উস্কানিদাতা সংবাদিক নামদারি সন্ত্রাসী কিছু সংবাদিক।
লিখেছেন লিখেছেন মেজবাহ আরজেল ০৪ মার্চ, ২০১৪, ১২:৫৯:৩৩ দুপুর
ময়না পাখি.
আজ দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ করলো টিক এভাবে বগুড়ায় জামায়াত-শিবিরের নারকীয় ধ্বংসযজ্ঞের এক বছর অতিবাহিত হলেও ৫৫টি মামলায় লক্ষাধিক আসামি থাকলেও অভিযোগপত্রে ‘মাত্র’ ৩ হাজার ১২০ জনকে আসামি দেখানো হয়েছে। এতো কম সংখ্যক ব্যক্তির নামে অভিযোগপত্র দাখিল করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে চার্জশিটভুক্ত আসামির মধ্যে গত এক বছরে গ্রেফতার হয়েছে ‘মাত্র’ ৮৪৩ জন। এটি নাকি সংবাদ প্রকাশের নমুনা ৩ হাজার লোককে আসামী করা হল সাংবাদিক লিখেছেন ‘মাত্র’ ৩ হাজার, গ্রেফতার হয়েছে ৮৪৩ জন, তিনি লিখলেন ‘মাত্র’ ৮৪৩ জন!। সাংবাদিক সাহেব, ‘মাত্র’ শব্দ ব্যাবহার করে কি বুজাতে চাচ্ছেন ? মামলায় আসামী সংখ্যা কম হয়েছে ? যেখানে আসামী সংখ্যা প্রায় ১ লক্ষ!। গ্রেফতার সংখ্যা কম হয়েছে? যেখানে গ্রেফতার সংখ্যা প্রায় ৮৪৩ জন, এই সমস্ত সংবাদ প্রকাশ করার অর্থ হল সরকার ও পুলিশকে উস্কে দেওয়া। এই উস্কেদেওয়ার কারণে যদি কোন নিরপরাদ মানুষকে হত্যা করা হয় এর দায় দায়িত্ব সংবাদিক নামদারি সন্ত্রাসী সাংবাদিকে নিতে হবে ।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই রেকর্ড না করার দুঃখ।
মন্তব্য করতে লগইন করুন