হাসিনা যাহাই ছাইলেন তাহাই হইবে ।

লিখেছেন লিখেছেন মেজবাহ আরজেল ০১ নভেম্বর, ২০১৩, ০৩:০৪:৫৮ রাত

অনেকে হয়তো ভাবছেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়াত কবুল করে গনভবনে যাওয়া ভালো ছিল, দাওয়াত কবুল করলে হয়তোবা ভালো হতো, খালেদা ও হাসিনার সংলাপের মাধ্যমে সামাধান বেরিয়ে আসতো , প্রিয় ভাইয়েরা আমরাও আপনাদের মত এটি ভেবেছিলাম কিন্তু বিষয়টি যখন হালকা ভাবে না দেখে গভীর ভাবে পর্যবেক্ষণ করা হয় তখন বেরিয়ে আসে দাওয়াত দেওয়ার মুল রহস্য, মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ বা দায়াতের কথা বলেন সংকট থেকে রেহাই পাওয়ার জন্য , আপনারা জেনে থাকবেন জিল্লো সাহেব জীবিত থাকা অবস্থায় বঙ্গভবনে সকল দলের সাথে তিনি সংবিধান সংশোধন ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেন , বিএনপি সহ প্রায় সকল দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত প্রকাশ করেন, কিন্তু সংলাপ বা আলোচনা যাই হবার তাই হোলো, হাসিনা যাহাই ছাইলেন তাহাই রইলো । সংলাপ ,দাওয়াত ,আলোচনা ,১০টাকার চাওল , ঘরে ঘরে চাকরী এসব লোক দেখনো ।

বিষয়: বিবিধ

১৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File