এই সব ফোনালাপ হাসিনার কূট চালের ই অংশ মাত্র
লিখেছেন লিখেছেন মেজবাহ আরজেল ২৬ অক্টোবর, ২০১৩, ০৮:৩০:২৩ রাত
হাসিনার এই নমনীয়তা দেখে যারা স্বপ্নের রাজ্যে হারিয়ে যাচ্ছেন তাদের বলছি, আরে ভাই একটু থামুন !
এই সব ফোনালাপ হাসিনার কূট চালের ই অংশ মাত্র । প্রয়োজনে সে দেশবাসীর কাছে ক্ষমাও চাইবে তবুও কৌশলে ক্ষমতায় থাকার সমস্ত আয়োজন সে প্রস্তুত রাখতে চাইবে ।
"২৮ তারিখ তো হাসিনা সরকার অবৈধ, সুতরাং আলোচনা গণভবনে নয় । হাসিনা গণ ভবন ছেড়ে বাইরে কোথাও আসুক, সেখানে সকল বিরোধী দলের (জামায়াতসহ) প্রতিনিধি উপস্থিত থাকুক, তবেই না সংলাপ ফলপ্রসু হবে। অন্যথায় মুজিব-ইয়াহিয়া আলোচনার পূনরাবৃত্তি হবে মাত্র ।"
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন