আজ২৫অক্টোবর !হাসিনা হেফেজতের গণহত্যার মত আরেকটি গণহত্যার আয়জোন করছে না তো?

লিখেছেন লিখেছেন মেজবাহ আরজেল ২৫ অক্টোবর, ২০১৩, ০৩:১৮:০৩ রাত

গত পাঁচ বছরে সরকারের দুর্নীতি, দুঃশাসন, আকাশছোয়া দ্রব্যমূল্য, চরম জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধী দলের উপর নির্যাতন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং খুন, গুম ও শেয়ারবাজার লুটের সাথে জড়িতদের বিচার, প্রশ্নবদ্ধ ও বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধনসহ আটক নেতাকর্মীদের মুক্তি, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিদর্লীয় নিরপেক্ষ সরকার পূর্ণবহাল দাবিতে ১৮ দলীয় জোট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আজ। অনেক নাটকীয়তার পর মিললো অনুমতি তাও শর্তবেশি নয় মাত্র ১৩ টি! শর্তগুলোর মধ্যে - সমাবেশ স্থলে মাইক ব্যবহার সীমাবদ্ধ রাখা, পযার্প্ত দলীয় (বিএনপি) নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া, উদ্যানের বাইরে মাইক ব্যবহার না করা, ফুটপাতে সমবেত না হওয়া, পুলিশের নির্দেশনা অনুযায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করা, উদ্যানের বৃক্ষের ক্ষতি না করা, সমাবেশের দুই ঘণ্টা আগে উপস্থিত হওয়া এবং ৫টার মধ্যে শেষ করা, পাশের রাস্তার যান চলাচলে বাধা সৃষ্টি না করা, আইনশৃঙ্খলা, জনস্বার্থ, রাষ্ট্র এবং জন নিরাপত্তাবিরোধী কাযর্কলাপ না করা, লাঠি, রড, বল্লম, কাস্তে প্রভৃতির ব্যবহার না করা ও মিছিলসহ সমাবেশে না আসা। এই হল আওয়ামী লীগ সরকারের গণতান্ত্রিক চেহারা । সমাবেশ হবে এটি যেমন সত্য, আবার আওয়ামী লীগ সমাবেশ প্রতিহত করার চেষ্টা করবে এটি ও শতভাগ সত্য। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে স্মরণ রাখতে হবে সরকারযেন হেফাজতের গণহত্যার মত আরেকটি গণহত্যা না করতে পারে । সেজন্য নিজেদের আগাম প্রস্তুতি রাখতে হবে, অন্যথায় ১৮ দলীয় জোটের করুন পরিণতির জন্য অপেক্ষা করেতে হবে ।

বিষয়: রাজনীতি

৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File