বাংলাদেশের রাজনীতি বনাম আমদের করনীয়

লিখেছেন লিখেছেন জোনাকির আলো ২৯ অক্টোবর, ২০১৩, ০৩:১০:৪০ দুপুর

রাজনীতি বলতে রাজার নীতি কেই আমরা বুঝি। কারণ তার হাতে থাকে প্রচুর ক্ষমতা। তারা চাইলে একটি রাষ্ট্রকে সঠিক পথে চালাতে পারে অথবা ভূল পথে ও চালাতে পারে।

বাংলাদেশ যার জন্ম ১৯৭১ সালে। অনেক আশা- আকাং্খা ও লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এই অবধি আমরা পাইনি এখনও আমদের স্বাপ্নের রাষ্ট্র নায়ক।বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাঁদাছোড়া ছুড়ি তা দেখে আজ তরুন প্রজন্ম রাজনীতি কে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু আমাদের ঘৃণা করে রাজনীতি থেকে দূরে যাওয়া মনে হয় ঠিক হবেনা।

আমরা চাই আমদের এই বাংলাদেশকে সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে দেখতে। তাই সৎ ও যোগ্য নেতৃত্ব গঠনের দিকে আমদের মনযোগী হতে হবে। সাথে সাথে তরুণ প্রজন্মকে নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে।

আশা রাখি সাবই আমার এই উদাত্ত আহবানে সাড়া দিবেন। দেশ গড়ার কাজে অংশীদার হবেন।

বিষয়: রাজনীতি

১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File