মনে পড়ে ২৮ অক্টোবর : ভূলিনায়...

লিখেছেন লিখেছেন জোনাকির আলো ২৮ অক্টোবর, ২০১৩, ০১:২৭:২৭ দুপুর

২৮ শে অক্টোবর তারিখটা আসলে মনের ভিতর হাহাকার করে উঠে। চোখের কোণে ভেসে উঠে আওয়ামী হায়েনাদের লাশের উপর বিভৎস নিৃত্য। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে।মানুষের হিংসা বিদ্বেষ থাকতে পারে। তাই বলে এইভাবে। আসলে এরা মানুষ নয়, অন্য কিছূ।

তারা কি পেরেছে আমদের অগ্রযাত্রকে রূখে দিতে।যুগে যুগে এই ধরণের হায়েনারি আর্ভিভাব ঘটে ইসলামী আন্দোলনের জোয়ারকে রুখে দিতে। কিন্তু তারা পারেনি।

মনে পড়ে যায় কুরআনের মহাগ্রন্থ আলকুরআনের এই আয়াতটি--

يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون

তারা আল্লাহর দ্বীনকে ফূৎকার দিয়ে নিভিয়ে দিতে চাই, আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ন করে দেন। যদিও কাফেররা তা অপছন্দ করে।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File