আমার বন্ধু বেড়ালমশাই!

লিখেছেন লিখেছেন সুতপা ৩০ অক্টোবর, ২০১৩, ০৩:১৪:৫০ দুপুর

বাসায় আমার বন্ধু মোটে একটা! আর বন্ধু সব গেছে বনে! মানে? পরে বলবো। আগে আমার নামটা বলে নেই, আমি অপালা।

ঠাম্মি বলে বাবা-মার নাকি আড়ি হয়েছে, তাই তারা আর একসাথে থাকে না। আরে বাবা আমার কি আড়ি হয় না? তাই বলে কি এতদিন থাকে নাকি? এইতো সেদিন বিল্টু আমার জমানো স্টিকারগুলো পানিতে ভিজিয়ে ফেললো, আমি কি আড়ি নেই নি? নিয়েছি তো, ভাবও হয়ে গেছে।

সেদিন বিকেলে কালোমতন জামা পরা টেকো লোকটা এসে বলে কি,' খুকি, তুমি কার কাছে থাকতে চাও? বাবা নাকি মা?' আমি কি এখনো খুকি আছি নাকি!

ঠাম্মি শুনলে কান মলে দিতো লোকটার।

তারপর কি হলো শোনো না! আমার যে বন্ধু ছিল বৃষ্টি, ও নাকি বনে চলে গেছে। আর বাসায় আসে না, আর খেলতেও আসে না।ঠাম্মি বলে ও বনে গিয়ে পরী হয়ে গেছে। আমি জানি ও কিভাবে পরী হয়েছে। আমার যেদিন ইচ্ছে হবে সেদিন আমিও হয়ে যাবো।

মা আর বাবা এসেছে আজ বাসায়। আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। ইশ্‌ কেমন ঝগড়া করছে! বাবা মাকে মারছে কেনো ? মাকি দুষ্টু নাকি?!

আজ বুধবার। আজকে আমি পরী হয়ে যাবো। তারপর জাদু করে বাবা-মার সব রাগ ভ্যানিশ করে দেবো। আমার বেড়াল মশাইও পরী হবে!

তারপর আমাদের ছোট্ট মেয়েটি কার্নিশের ওপর উঠে দাড়ায়। এক হাতে তার বেড়ালছানা, অন্য হাতটা মেলে দেয় ডানার মত। নিচে পড়তে পড়তে সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে আকাশে ।

( লেখাটা বোধহয় বিরক্তি উৎপাদক, মনটা খারাপ। এলোমেলো লেখার জন্য দুঃখিত )

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File