স্বপ্ন যখন আমার নয়।

লিখেছেন লিখেছেন সুতপা ২৫ অক্টোবর, ২০১৩, ০৩:২৮:০৯ দুপুর

সেই ছোট্টটি থেকে নানান মানুষের নানান স্বপ্ন পূরণ করতে করতে আমার বড় হওয়া। এত হাজার স্বপ্নের মাঝে তাই নিজের জন্য স্বপ্ন ঠিক দেখা হয়ে ওঠে নি। আমার ঘুম তাই স্বপ্নহীন।

আজ তাই আয়োজন করে স্বপ্ন দেখতে বসেছি। স্বপ্ন, আমার বড় হওয়ার স্বপ্ন, বেড়ে ওঠার স্বপ্ন। সেই স্বপ্নের প্রতিটিকে কখনো আমি, কখনো অন্য কেউ হিংস্র জিঘাংসায় হত্যা করেছে। আর আমি একে একে সাজিয়ে গেছি তাদের এপিটাফ। পরম মমতায় স্মৃতিচারণ করেছি তাদের।

তখন আমি কেবল বানান করে ঠাকুমার ঝুলি পরা শিখেছি , স্বপ্ন দেখলাম পরী হব! হাসছ? আমি কিন্তু সত্যিই বিশ্বাস করতাম একদিন ডানা মেলে উড়ে বেড়াব, তারা হবে আমার খেলার সাথি। আহ্‌!!!! কি রঙিনই না ছিল সেই দিনগুলো! বলাই বাহুল্য এই নিতান্তই তুচ্ছ্য স্বপ্নটা নিজে নিজেই আত্মহত্যা করেছিল।

এরপর একের পর এক স্বপ্ন দেখেছি, কখনো একা কখনো অনেকে মিলে। সেগুলো সত্যি হয়ে ওঠার অবকাশ পায়নি। আমার সর্বশেষ স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়ার স্বপ্ন। জানিনা সত্যি হবে কিনা। হয়তো এটাকেও আমি নির্বিকারভাবে মরে যেতে দেখব দাড়িয়ে দাড়িয়ে, হয়তো দুফোঁটা চোখের জল ও ফেলব।

আর তারপর স্বাপ্নিক আমি বেঁচে থাকব স্বপ্নহীন।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File