সকালবেলার চিঠি
লিখেছেন লিখেছেন সুতপা ২৪ অক্টোবর, ২০১৩, ১২:৫৩:১৩ রাত
আজ সকালের শুরুটা বড় সহজ। জানালার কোনে এক চিলতে আকাশ, গ্রিলে বসা দুটো চড়ুই, হাতের কাছে এক কাপ চা। সবই ঠিক ছিল। ধ্যান ভাঙ্গালো একটা কলিংবেলের আওয়াজ। কে জানত এমন সুন্দর একটা সকাল হঠাৎ এমনি করে এলোমেলো হয়ে যাবে। দরজার ওপাশে দাঁড়ানো লোকটাকে মনে মনে দুটো গাল পেড়ে উঠে যাই। দরজা খুলব।
চিঠি হাতে দাঁড়িয়ে আছে ডাকপিওন। কলেজের দিনগুলো হলে হয়তো চিঠির প্রেরককে 'খ্যাত' বলে গালমন্দ করতাম। কিন্তু সেই দিন আর কোথায় আছে। হাত বাড়িয়ে চিঠিটা নিয়েই পড়তে শুরু করি। অহকের চিঠি! অহকের চিঠি? এতদিন পর কোথা থেকে? বিস্ময়ে আমার পলক পরে না।
'আফা চিডি পরে পড়েন। আগে এইখানে একটা সই করেন।',বিরক্ত মুখে চেয়ে থাকা ডাকপিয়নের দিকে মনোযোগ ঘোরাই। কোনোরকম সই দিয়ে চিঠি নিয়ে বসে পরি। কি লেখা আছে এতে?
তেমন কিছু না। দুটো লাইন শুধু,
পারমিতা,
কেমন আছ তুমি? মনে আছে আমায়?
এটুকুই। কেন আরেকটু বেশি লিখলে কি কলমের কালি ফুরিয়ে যেত? কিপটে কোথাকার, এখনো বদলালো না শালার কিপটেমি।
অহক, আমার কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু।সবাই যখন আমায় পাগলাটে, সিগারেট খাওয়া, বখে যাওয়া পারমিতা রেজা নামে জানত, তখন ক্লাসের সবচেয়ে শান্ত এই ছেলেটা এসে আমার বন্ধু হয়েছিল। কেউ টিজ করলে আমি যখন ঘুষি বাগিয়ে ছুটে যেতাম এই গাধাটা আমায় তখন থামাত। তারপর একদিন কোথায় হারিয়ে গেল। ওর কারণগুলো ও নিজের সাথে নিয়ে গেলো জানা হলো না কোন কারনে ৪ বছরের বন্ধুত্ব এমন বানের জলে ভেসে গেল। তারপর আজ হঠাৎ এতদিন পরে চিঠি। ওপরে কোনো ঠিকানাও লেখেনি দেখছি! গাধামানব!
অভিমানে চোখ ভিজে ওঠে। মোবাইলের রিংটোন বেজে ওঠে। অফিসে ডাক পড়েছে। যেতে হবে। কাজের তোড়ে আমি ভুলে যাই পুরনো বন্ধুটির কথা। ভুলে যায় হয়ত সেও।
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন