সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ-বই
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ১৭ জুন, ২০১৫, ১২:৫৩:৪৬ দুপুর
রমযান মাস সমাগত, এই মাস বরকতময় এবং অত্যন্ত ফযীলতপূর্ণ, এটা আমরা সবাই জানি। সুতরাং এই মাসে সাওম পালন, বেশী বেশী ইবাদত করে নিজেদের কৃত অপরাধ থেকে মুক্তি এবং সওয়াব অর্জন করার চেষ্টা করা মুসলিমদের কর্তব্য।
তবে আমরা রমযানে অনেক ব্যাপারে অজ্ঞ। কিভাবে শুদ্ধভাবে সিয়াম পালন করতে হবে, আমল, কি করলে সিয়াম ভংগ হয়/হয় না ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদের অনেক দ্বিধা ও অজ্ঞতা রয়েছে।
এই ব্যাপারে "সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ" নামের বইটি খুবই উপকারী হবে বলে আমি মনে করি (ইন শা আল্লাহ্)।
বইটি ডাউনলোড করুন এবং পড়ুন। সাওমের অনেক ব্যাপারে আলোচনা রয়েছে, তাই অনেক ব্যাপারে জানা যাবে (ইন শা আল্লাহ্)।
লিংক:
সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ
বিষয়: বিবিধ
১৬৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন