তাহকীক মিশকাতুল মাসাবীহ (দ্বিতীয় খণ্ড)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০৪ আগস্ট, ২০১৪, ০৮:৩০:৩২ সকাল
বইঃ তাহকীক মিশকাতুল মাসাবীহ (দ্বিতীয় খণ্ড)
লিঙ্কঃ সরাসরি ডাউনলোড ২য় খন্ড
সরাসরি ডাউনলোড ১ম খন্ড এখানে
###আস্তে আস্তে সকল খন্ডই দেয়া হবে ইনশাআল্লাহ###
বিষয়: বিবিধ
২০৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজসাধ্য করে দেন৷
এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন৷ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন৷ "
সুরা তালাক ৪-৫
শিক্ষা হলোঃ
এই উপদেশটি যদিও সবার জন্য এবং মানবজীবনের সব পরিস্থিতিতেই তা প্রযোজ্য । মুসলমানদের এ মর্মে সতর্ক করা হয়েছে আল্লাহ করানে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতে গিয়ে দায়িত্বের যত বড় বোঝাই আমাদের ওপর াসুক না কেন আল্লাহর ভয় মনে রেখে সর্বাবস্থায় তা মেনে চলতে হবে ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন, আমাদের গোনাহ মাফ করবেন এবং আমাদেরকে বড় পুরস্কার দান করবেন ।
আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেসমূহ পালনের উদ্দেশ্যে যে বোঝা বহন করা হবে আল্লাহর প্রতিশ্রুতি হলো, তিনি মেহেরবানী করে সে বোঝা হাল্কা করে দেবেন এবং তার বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন, যা দুনিয়ায় বহনকৃত এই ক্ষুদ্র বোঝার তুলনায় অনেক অনেক বেশী মুল্যবান হবে ।
মন্তব্য করতে লগইন করুন