চার ইমামের আক্বীদাসমূহ (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২৫ জুলাই, ২০১৪, ০৮:১২:৪৯ সকাল
পরকালে মুক্তি পেতে হলে অবশ্যই ‘আক্বীদাহ্ বিশুদ্ধ হতে হবে। কারণ আল্লাহ তা’আলা নূহ (আ) থেকে শেষ নাবী ও রাসূল মুহাম্মদ (সা) পর্যন্ত যত নাবী ও রাসূল প্রেরণ করেছেন সকলকেই তাদের উম্মাতদের ‘আক্বীদাহ্ বিশুদ্ধ করার জন্য প্রেরণ করেছেন।
আমাদের বাংলাদেশে চারটি মাযহাব বা দল খুবই পরিচিত। এ সকল মাযহাবের সর্বস্তরের লোকদের আল্লাহ, রাসূল (সা), কুরআন, ঈমান ইত্যাদি সম্পর্কে তাদের ‘আক্বীদাহ্ ভুলে পরিপূর্ণ।
তা সত্ত্বেও তারা তাদের ‘আক্বীদাহ্কে বিশুদ্ধ বলে দাবী করে। তারা বলে থাকে আমরা অমুক মাযহাবের লোক, অথচ সে মাযহাবের ইমামের ‘আক্বীদাহ্ বা বিশ্বাস কি ছিল তা তারা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনেও করে না।
তারা দেখেনা রাসূল (সা), সাহাবাগন, তাবেয়ীগণ, তাবে-তাবেয়ীগণ অর্থাৎ সালাফগণদের ‘আক্বীদাহ্ কী ছিল। মূলত তাদের আক্বীদাহ ছিল কুরআন ও সহীহ হাদীস অনুযায়ি আক্বীদাহ্।
আশাকরি বইটি পড়ে লোকদের আক্বীদাহ্ বিশুদ্ধ হবে এবং চার ইমামদের ‘আক্বীদাহ্ সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা হবে।
============
লেখক: ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল খুমাইস
অনুবাদ: ‘আবদুর রহমান বিন আনোয়ার
প্রকাশনী: আত-তাওহীদ প্রকাশনী।
ফাইল টাইপ: পিডিএফ (৬৮ পৃ)
ফাইল সাইজ: ২.১৭ মেগাবাইট
লিংক: সরাসরি ডাউনলোড
বইটির সূচিপত্রে যা পাবেন:
# প্রাথমিক আলোচনা
# ইমাম আবু হানীফার (রহ) আক্বীদা
# ইমাম মালিক (রহ)-এর আক্বীদা
# ইমাম শাফেয়ী (রহ)-এর আক্বীদা
# ইমাম আহমাদ বিন হাম্বল (রহ)-এর আক্বীদা
# উপসংহার
# রাবী পরিচিতি।
একটু বেশি লেকচার দিলাম, তবে প্রয়োজনীয় তাই দিতে হলো সেজন্য দুঃখিত।
বিষয়: বিবিধ
১৯৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিশরে জালেম সিসি যখন হাজার-হাজার ইখওয়ান সমর্থককে হত্যা করেছে তখনো এসব শায়খরা আক্বিদার ওয়াজ করে সেই হত্যাকান্ডকে জায়েজের চেষ্টা করেছেন । সৌদ বাদশারা ইখওয়ানের লোকদের সন্ত্রাসী বলেছে !
ফিলিস্তিনে ইয়াহুদি বর্বররা নির্বিচারে মুসলমানদের হত্যা করছে, তখনো যদি এসব শায়খরা হামাসের আক্বিদার সাথে ইখওয়ানের আক্বিদার মিল খুজেন ! আর চুপটি মেরে আছেন !
অসহায় ফিলিস্তিনিদের আহজারিই এসব আক্বিদা-আক্বিদা বলে গলা ফাটানো শায়খদের আল্লাহর আক্রোশের শিকার হবার জন্য যথেষ্ট মনে হয় ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
আকিদা কারো বাপ দাদার না। আর আকিদা হতে হবে কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী। আমাদের আকিদা ভিন্ন হওয়ার কারনেই আজ আমরা দলে দলে বিভক্ত।
আর মুসলিম সম্মন্ধে জা বলছেন সেখানে আমিও শোকাহত। তবে এর সাথে আকিদার এই বইয়ের কোন সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
শাসক খারাপ হবে এটা রসুল (সা) অনেক আগেই ভবিষ্যৎ বানী করে গেছেন।
তাই শাসকের সাথে আকিদার প্রতি বিদ্ধেশ থাকা বাঞ্চনিয় বলে মনে হয় না।
ভালকরে কোরআন ও সহীহ হাদীস পড়ুন তাহলে বুঝতে পারবেন।
মন্তব্য করতে লগইন করুন