সুন্নাত ও বিদ'আত (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০৯ জুলাই, ২০১৪, ০৮:২৭:২৫ সকাল
বই: সুন্নাত ও বিদ'আত
লেখক: মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
টাইপ: পিডিএফ
লিংক: সরাসরি ডাউনলোড
কিছুকথা:
একটি বিদ'আত শুরু হলে সেখানে একটি সুন্নাত হারিয়ে যায়। ফলে কিছুদিন পরে সবাই বিদ'আতটিকেই সুন্নাহ মনে করে পালন করে। তাই হারিয়ে যাওয়া সুন্নাহ কে জাগ্রত করতে হবে। কেননা কেউ জদি হারিয়ে যাওয়া সুন্নাহ কে জাগ্রত করে তারা ৫০ জন সাহাবা (রা) এর সমান সওয়াব পাবে।
তাই সুন্নাহকে আকড়ে ধরতে বিদআত কি জানা অতিব প্রয়োজনীয়। তাই বিদ'আত সম্মন্ধ্যে জানতে বইটি পড়ার বিকল্প নাই।
আপনারা অনেকেই হয়তো বইটি পড়েছেন তার পরেও দিলাম সবার রিমাইনডার হিসেবে।
বিষয়: বিবিধ
১৬৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদআত থেকে সাবধান
জাজাকাল্লাহু খায়রান।
মন্তব্য করতে লগইন করুন