মিশকাতুল মাসাবিহ (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ৩০ জুন, ২০১৪, ০৮:১৪:০৯ সকাল
মিশকাতুল মাসাবীহ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।
এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।
প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।
দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।
তৃতীয় পরিচ্ছেদে তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।
আমরা মিশকাতের এই অনুবাদটি সংগ্রহ করেছি সোলেমানীয়া প্রকাশনী থেকে। যেটাতে শুধুমাত্র বাংলা অনুবাদ রয়েছে।
এটি পূর্ণাঙ্গ ১১টি খন্ডে সমাপ্ত লিংক: সরাসরি ডাউনলোড ১-১১ খন্ড
বইটি সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:
পুরো বইটির অনুবাদ নেয়া হয়েছে সোলেমানীয় প্রকাশনীর অনুবাদ থেকে।
আরবী ইবারত নেই শুধুমাত্র বাংলা অনুবাদ।
হাদীসের টীকা অনুবাদক কর্তৃক সংযোজিত।
হাদীসগুলোর তাহক্বীক আমরা কলম দিয়ে লিখে স্ক্যান করেছি।
হাদীসের তাহক্বীক গুলো নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী রচিত তাহক্বীক মিশকাত থেকে।
তাহক্কীক হাদীস গুলোর নম্বর নেয়া হয়েছে মুযাফফর বিন মুহসিন রচিত “মিশকাতে বর্ণিত জাল ও যইফ হাদীস ১ম ও ২য় খন্ড” থেকে নেয়া হয়েছে।
হাদীসের পরিচ্ছেদগুলোর শিরোনাম অনুবাদক কর্তৃক সংযোজিত।
কিছু কিছু হাদীস এই অনুবাদটিতে মিসিং রয়েছে সেগুলো পরবর্তীতে সাজিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ।
তাহক্বীকে শুধুমাত্র তাহক্বীকের মন্তব্যটি লিখা হয়েছে। বিস্তারিত তাহক্বীক পড়ার জন্য শায়খ আলবানী রচিত ” তাহক্বীক মিশকাত” পড়ার অনুরোধ রইলো।
বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো প্রকাশক বা লাইব্রেরীর ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।
বিষয়: বিবিধ
৩৯০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
||
মন্তব্য করতে লগইন করুন