ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল আকাশের নক্ষত্রের মত উজ্জ্বল (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ১৬ জুন, ২০১৪, ০৮:৩৬:৫৩ সকাল
বইয়ের নাম: ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল আকাশের নক্ষত্রের মত উজ্জ্বল।
[”ইমামের কিরআতই মুক্তাদীর জন্য কিরআত” নামক লেখনির জবাব]
লেখক: মাওলানা আবদুস সাত্তার কালাবগী
ফাইল টাইপ: পি.ডি.এফ (১১৪ পৃ: )
ফাইল সাইজ: ৪.৮১ মে.বা.
লিংক: সরাসরি ডাউনলোড করুন
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
||
মুসলমানদের দূর্যোগে মুক্তির উপায় কি? এই বিষয়টা যখন হওয়া উচিত প্রধান আলোচ্য তখন ইসলাম বিরুধীদের কিছু গোয়েন্দা আমাদের প্রিয় ইসলামী চিন্থাবিধদের সেই বিষয়ে যাতে কলম ধরতে না পারে, সেজন্য এই ধরণের বিষয় নিয়ে ব্যস্ত রাখে।
ভাবতে অবাক লাগে তখন, যখন আমি মনে করি যেঃ আমিই সব চেয়ে বেশী জানি।
যারা পড়েন না, তারা কুরআনের আয়াত দিয়াই দলিল দেন।
শেষ মুহূর্তে যোগদানকারী মুক্তাদীর যে ফায়সালা দেওয়া হয়, তা কেমন যেন মনে হয়?
বিভাজন করে ফায়দা কি?
@আধা শিক্ষিত মানুষ ভাইয়ের সাথে সহমত।
অনেকে আছে তারা মনতে চায়না বা মানবে না কেননা তাদের বাপ দাদা কোনদিন পড়েনাই।
নামাযে হুজুরের তাসবীহ, তাশাহুদ শুনিনা বিধায় যেমন নিজেরা পড়ি – ঠিক তেমনি যে সময় হুজুরের মুখের ফাতিহা কানে শোনা যায় না, তখন শুধু ফাতিহা পড়ি। কিন্তু হুজুরের ফাতিহা কানে শোনা গেলে আমি পড়ি না।
বইটা আমি পড়ি নাই – আমি যা করি তা কি বেঠিক?
আরেকটা বিষয়- আধা-শিক্ষিত এর সাথে আমি একমত। সেখানে আপনার প্রতিমন্তব্যের সাথে আমার দ্বিমত রয়েছে – পৃথিবীতে মানুষের উপর আপতিত সমস্ত দুর্ভোগ মানুষের কর্মফল এর কারণে বলে আমি জেনে এসেছি। এসব দুর্ভোগের জন্য আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ছি প্রতিনিয়ত। তাই আমার মনে হচ্ছে মানুষের কর্মফলের দরুন সৃষ্ট দুর্ভোগ, ভাগ্যের নামে, আল্লাহর সাথে জুড়ে দেয়াটা অনুচিত।
আরো বিস্তারিত জানতে আপনি বইটি পড়ুন তাহলে ক্লিয়ার হয়েযাবে ইনশাআল্লাহ।
আর দুভোগ বা বিপদ সম্মন্ধ্যে আল্লাহ বলেন...
وَإِن يَمْسَسْكَ اللّهُ بِضُرٍّ فَلاَ كَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدُيرٌ
আর যদি আল্লাহ তোমাকে কোন কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
(সুরা আনআম আয়াত ১৭)
বিপদ সম্মন্ধ্যে বিস্তারিত জানতে এই লেখাটি পড়ুন...
বিপদ!
জাজাকাল্লাহু খায়রান।
জাল হাদীসের কবলে রসুল (সা) এর সালাত (বই)
মন্তব্য করতে লগইন করুন