ফাযায়েলে আমাল......

লিখেছেন লিখেছেন ইসলামিক বই ৩০ অক্টোবর, ২০১৩, ১১:৪০:২৭ সকাল



আমাদের প্রত্যহ জীবনে ফাজায়েলের খুবই প্রয়োজন তা অনসিকার্য। তবে তা হতে হবে কোরআন ও সহিহ হাদিস দারা।

আমাদের মসজিদ গুলোতে একটি বই স্থান দখল করে নিয়েছে।

সুনতে খারাপ হলেও সত্য যে, ঐ বইয়ের ভিতর অনেক সহিহ হদিস, যইফ হাদিস, এমনকি জাল হাদিস, কেস্সা কাহীনি, বানোয়াটী গল্প, শিরিকি কথা , সুফিদের আকিদা, কবরের কাছে ধন সম্মপদ পওয়ার গল্প, রসুল (সা) এর কবর থেকে হাত বের করার গল্প, মৃত মানুষ কথাবলা ইত্যাদি আরো অনেক কিছুতে ভরপুর।


তাই ঐ বই থেকে ফাজায়েলের ক্ষেত্রে সঠিক টা নির্বাচন করা খুবই কঠিন। যে হুতু সেখানে সহিহ,যইফ,জাল আলাদা করে বলা নাই।

এটা সর্ব সম্মতিক্রমে সিকৃত যে যইফ ও জাল হাদিসের উপর আমল করা যাবে না । যদিও ইমাম নবাবী (র) বলেছেন যে যাবে তবে তিনি কিছু শর্ত লাগিয়েছেন তার মধ্যে একটি হল "যইফ হাদিস রসুল (সা) থেকে প্রমানিত ভাবা যাবে না" তাই যে হাদিস "রসুল (সা) থেকে প্রমানিত ভাবা যাবে না" তার উপর আমল না করাই উত্তম।

তাই আপনাদের জন্য সহিহ ও হাসান হাদিসের উপর "ফাজায়েলে আমাল" নামক একটি বই নিয়ে আসলাম।

যা শুধু মাত্র সহিহ ও হাসান হাদিসের আলোকে গ্রহনকৃত ও সঠিক উদ্ধৃতি সম্বলিত। যা আমল করার জন্য নির্ভরযোগ্য

শিরোনাম: ফাযায়েলে আমাল

সংকলন: আব্দুল হামীদ ফাইযী

প্রকাশনায়: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচার মূলক সহযোগী অফিস, মাজমাআ

সংক্ষিপ্ত বিবরণ:: গ্রন্থকার এ গ্রন্থে সহীহ হাদীস দ্বারা যে সকল আমালে সালেহ এর ফযীলত সাব্যস্ত হয়েছে তা আলোচনা করেছেন। এটি একটি অনবদ্য গ্রন্থ।

BOOK LINK

বিষয়: বিবিধ

১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File