খুলনার দৌলতপুরে বিএনপি পুলিশ সংঘর্ষ, বিএনপির যুগ্ম সম্পাদকসহ আটক ২

লিখেছেন লিখেছেন ওবায়দুর রহমান েসাহাগ ২৭ অক্টোবর, ২০১৩, ১২:৫৪:০৬ রাত

ওবায়দুর রহমান সোহাগঃ নগরীর দৌলতপুরে সমাবেশ ও মিছিল চলাকালে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪ টায় হরতালের সমর্থনে দৌলতপুর মহসিন মোড় হতে মিছিল শুরু হলে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলামসহ ২ জনকে আটক করেছে পুলিশ এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতনসহ ২০জন আহত হয়েছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুরেশ হালদার জানান, দৌলতপুর থানা বিএনপি হরতালের সমর্থনে মিছিলের উদ্যোগ নেয়। নগরীতে ১৪৪ ধারা বলবৎ থাকায় পুলিশ মিছিল করতে বাঁধা দেয় উত্তেজিত বিএনপি নেতা-কর্মীরা এ সময়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ও একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে।

এ ব্যাপারে অধ্যক্ষ তরিকুল ইসলাম জানান, পুলিশের অতর্কিত হামলার শিকার হয়ে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে সে সময় আমি একটি দোকানে অবস্থান নিলে পুলিশ দোকানের শার্টার ভেঙ্গে আমাকে গ্রেফতার করে।

বিষয়: রাজনীতি

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File