দুই নেত্রীর কোন ধরনের ফোনালাপ বুঝলাম না!
লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৬ অক্টোবর, ২০১৩, ০৭:৪৭:৫৮ সন্ধ্যা
গনভবনে আমন্ত্রন করলে কি সমস্যা সমাধান হবে। এটা কোন ধরনের ফোনালাপ বুঝলাম না। জাতি অনেক আসা করে ছিল,দুই নেত্রী ফোনে আলাপ-আলোচনা হবে,একটা সমঝোতার পথ বেরিয়ে আসবে। কিন্তু দুই নেত্রী তা না করে,শেখ হাসিনা খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করে গনভবনে আমন্ত্রণ জানিয়েছেন। হরতাল প্রত্যাহার করে গনভবনের আমন্ত্রনে সাড়া দিলে কি সমস্যা সয়াধান হবে? হরতাল প্রত্যাহার করে গনভবনে গেলেও সমাস্যা সমাধান হবে বলে মনে হয় না। হরতাল প্রত্যাহারের আহ্বান এইটা একটা আওয়ামীলীগের কৌশল,বি এনপির উচিৎ হবে,হরতাল একদিনের জন্য স্থগিত করে,প্রধানমন্ত্রীর আমন্ত্রনে সাড়া দেয়া। এতে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সম্মান জানানো হল,আর তাদেরকে চাপেও রাখা গেল।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন