স্বার্থপর আওয়ামী লীগ,তারা শুধু নিজের স্বার্থয় দেখে অন্যেরটা দেখে না।
লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৫ অক্টোবর, ২০১৩, ০৮:৪৭:৩৯ সকাল
আপোষহীণ বিরুধী দলীয় নেতা ও বি এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,২৫ শে অক্টোবর থেকে এসরকার অবৈধ। এ অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের নাগরিক দায়িত্ব। বেগম জিয়া আপনি সত্য বলেছেন, এদেশের সংখা গরীষ্ট জনগন ও বলছে আজ ২৫ শে অক্টবর থেকে এই সরকার অবৈধ। ১৯৯৬ সালে তত্বাবধায়ক সরকারে দাবি ছিল আওয়ামীলীগের। তত্বাবধায়কের জন্য আওয়ামীলীগ ১৭৩ দিন হরতাল করেছে। জনগনের দাবির মুখে বি এনপি তত্বাবধায়ক সরকার দিয়েছিল। কিন্তু আওয়ামীলীগ সরকার জনগনের এ দাবিকে মেনে নিচ্ছে না। প্রধানমন্ত্রী বলছেন,তারা নির্বাচিত হয়ে আবারো সরকার গঠন করবে। আপনারা যদি মনে করেন আপনাদেরকে জনগন আবারো নির্বাচিত করবে,তাহলে ভয় কিষের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের ভোট নিয়ে ক্ষমতা গ্রহণ করুন। তা না করে দেশকে সংঘাতের দিকে টেলে দিচ্ছেন কেন?এতদিন আওয়ামীলীগ সরকার বলেছিল,নির্বাচনকালিন সরকারের ফর্মুলা দেন,যখন বি এনপির পক্ষ থেকে অন্তরবর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছে,তা নিয়ে টালবাহানা শুরু করে দিয়েছে সরকার। বিরুধী দলীয় নেতার এই প্রস্তাবকে অনেকে স্বাগত জানিয়েছে। বিরুধী দলীয় নেতা বেগম জিয়া বলছেন,প্রস্তাবিত এ নির্দলীয় উপদেষ্ঠাদের নির্বাচিত করে এলে কোন সমস্যা থাকবে না। সরকার ছাইলে দু'দল আলোচনা করে আকটা সমযোতায় আসা যেত। কিন্তু সরকার তা না করে দেশে অঘোষিত জরুরি অবস্তা জারি করে দিয়েছে। সাধারণ মানুষকে তল্লাসির নামে হয়রানি শুরু করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। এ অবস্তায় সাধারণ জনগন আতংকে দিন কাঠাচ্ছে।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন