সকলের জন্য কিছু তাৎপর্যপূর্ন হাদিস (কমপক্ষে একবার পড়ুন)

লিখেছেন লিখেছেন হোসাইন ব্লগ ২১ অক্টোবর, ২০১৩, ১০:০২:৩৯ রাত

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

‘প্রতি সোমবার ও

বৃহস্পতিবারে জান্নাতের দরজা সমূহ

খুলে দেওয়া হয়

এবং শিরক কারী ব্যতীত প্রত্যেক

বান্দাকে ক্ষমা করা হয়। তবে যে তার

ভাইয়ের সাথে হিংসা জিইয়ে রেখেছে,

ঐ ব্যক্তি ক্ষমা পায় না আপোষ

না করা পর্যন্ত (মুসলিম, মিশকাত

হা/৫০২৯) । অন্য বর্ণনায় এসেছে-

‘কোন মুসলমানের জন্য অপর মুসলমান

ভাইয়ের সাথে তিন দিনের

বেশী সম্পর্ক ছিন্ন রাখা হালাল

নয়। যে ব্যক্তি তিন দিনের

বেশী সম্পর্ক ছিন্ন

রাখবে এবং মৃত্যুবরণ করবে,

সে জাহান্নামে প্রবেশ

করবে’ (আহমাদ, আবুদাঊদ, মিশকাত

হা/৫০৩৫) ।

আবু আইয়ূব আনছারী (রাঃ)

হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (সাঃ)

বলেছেন, ‘তিন দিনের বেশী কোন

মুসলমানের জন্য অপর মুসলিম ভাই

হ’তে সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়।

তাদের উভয়ের মধ্যে উত্তম সেই

ব্যক্তি, যে প্রথমে সালাম

করে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত

হা/৫০২৭ ‘সালাম’ অনুচ্ছেদ) ।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File