হাকিম নড়ে কিন্তু হুকুম নড়েনা!!
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ৩১ অক্টোবর, ২০১৭, ০১:৫৪:১০ দুপুর
হাকিম নড়ে কিন্তু হুকুম নড়েনা---------!!
প্রধান বিচারপতি যখন রায় দেয়া শুরু করেন তখন থেকে রায় কার্যকর হয়ে যায়----!!
রায় যা ছিল তা ই আছে,তাই রায় বাস্তবায়নের দায়িত্ব মহামান্য প্রেসিডেন্ট মহোদয়ের।
জাতি মুক্তি চায়।
জাতি অধিকার চায়।
জাতি নিরাপত্তা চায়।
জাতি জাতীয় নিরাপত্তা চায়।
জাতি শক্তিশালী পররাষ্ট্রনীতি চায়।
জাতি ভারত তোষণ পররাষ্ট্রনীতি চায়না।
জাতি শক্তিশালী জাতীয় ঐক্য চায়।
জাতি ঐক্যের পথ রোদ কারীদের দেখতে চায়না।
জাতি জাতীয় স্বার্থে শক্তিশালী স্টেট কাউন্সিল দেখতে চায়।
জাতি সেখানে সবার অংশগ্রহণ দেখতে চায়।
জাতি প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ড কে ঘৃণা করছে।
জাতি সত্যি মিথ্যের পার্থক্য বুঝতে শিখছে।
জাতি অরিজিনাল ও ডুপ্লিকেট বুঝতে পারছে।
জাতি আর ব্যবহৃত হতে চায়না।।
কে ক্যান্সার শনাক্ত করবে জাতি তা ভালো করে ই জানে।।
প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছি।।
সবধরণের সারকোমা থেকে মুক্তি চাচ্ছি হোক পলিটিকাল কিংবা আন পলিটিকাল।।
হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও।।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন