জাতীয় নির্বাচন ও আলেমসমাজ

লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২০ জুন, ২০১৭, ০৩:৩০:১৯ দুপুর

#জাতীয়_নির্বাচনে_আলেমসমাজের_প্রার্থীথায়_কেন_নেই_সাধারণ_ভোটারের_আগ্রহ,অথচ আলেমসমাজ কে কমবেশ কে না ভালবাসে,তবে কেন তাহারা জাতীয় নির্বাচনে প্রার্থী তালিকায় অপছন্দনীয়।কেন ভোটাররা তাদেরকে ভোট প্রদানে বিরত থাকেন,একমাত্র জামায়াত ছাড়া সব ইসলামী দল ভোটের জনপ্রিয়তায় নিম্নে অবস্থান করছেন।

আলেমসমাজ কি দেশ চালাতে অযোগ্য,আলেমসমাজ কি এমপি মন্ত্রী হবার যোগ্যতা রাখেন না,আলেমসমাজ কি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হবার যোগ্যা নন,কেন ভোটাররা আলেমসমাজ কে ভোট দানে বিরত থাকেন,কেন ভোটের হিসেবে আওয়ামীলীগ বিএনপি জামায়াত ও জাতীয় পার্টী ভোটারদের পছন্দের তালিকায়,আসুন একটু আলোকপাত করি::

বাংলাদেশ মুসলিম দেশ,লাখো লাখো মাদরাসা ও মসজিদের দেশ,লাখো লাখো আলেম ওলামা পীর মাশায়েখের দেশ,মাজার খানকা ফেরকা অসংখ্য,তবে কেন এদেশে নিবন্ধিত ইসলামী দল একাধিক হবে,কেন প্রায় ৪০এর কাছাকাছি ইসলামী দল হবে।

তবে কেন তারা এতো দলে বিভক্ত

কেন তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই

কেন তাদের মধ্যে এতসব মতভেদ

কেন তারা নিজেরা এক হতে পারছেনা

তবে কেন তারা একে অন্যের বিরুদ্ধাচার করেন?????

আমজনতার কথা আলেম ওলামা যদি এক হয়ে যায় তবে অন্য কোন দলের প্রয়োজন ই পড়েনা,কথাটি কিন্তু যুক্তির বাহিরে নয়,বরং দিবালোকের মতো বাস্তবিক,জনগণ এর ধারনা জাতীয় রাজনীতিতে আলেমসমাজ বেমানান কিন্তু কেন,আলেমসমাজের কি সেই ফরমেটে এগিয়ে আসা উচিৎ নহে,হাফফেজী হুজুর কি রাজনীতি করেননি,আসা করি মর্ম অনুধাবন করতে সক্ষম হবেন।

ধন্যবাদ।ভুলত্রুটি ক্ষমা করবেন।

এই লেখাটি মনোযোগ সহ পাঠ করে মতামত দিবেন আশাকরি।ইহা আমার একান্ত ব্যক্তিগত লেখনী।।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File