জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুরআন প্রীতি!!

লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২৭ মে, ২০১৬, ১০:৩৫:৪৩ সকাল

কবি কাজী নজরুল ইসলাম পবিত্র "কোরআন" শরীফের আমপারার অন্তর্গত ৩৮টি ছোট ছোট সুরার বাঙলা পদ্যানুবাদ করেন। তার অনুবাদ পরীক্ষা ও সত্যায়িত করে তৎকালীন সময়ের খ্যাতনামা আলেম দ্বারা গঠিত একটি কমিটি। ১৯৩৩ সালে কবি কাজী নজরুল ইসলামের 'কাব্য-আমপারা' প্রকাশিত হয়।

.

কবি নিজেই বলেন, "আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র কোরআন শরীফের বাঙলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে সময়মতো তা করে উঠতে পারি নি।"

.

নীচের কবি নজরুলের "কাব্য আমপারা" থেকে কয়েকটি সূরার কাব্যানুবাদ দিলাম নেট থেকে সংগ্রহ করে।

.

সুরা ফাতেহা

--------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,

করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।

বিচার-দিনের বিভু! কেবল তোমারি

আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।

সহজ সরল পথে মোদেরে চালাও,

যাদের বিলাও দয়া সে পথ দেখাও।

অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,

তাহাদের পথে যেন চালায়ো না কভু।

.

.

সুরা নাস

---------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

---------------------------------

বল, আমি তাঁরি কাছে মাগি গো শরণ

সকল মানবে যিনি করেন পালন।

কেবল তাঁহারি কাছে - ত্রিভুবন মাঝ

সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।

কুমন্ত্রণা দানকারী "খান্নাস" শয়তান

মানব দানব হ'তে চাহি পরিত্রাণ।

.

.

সুরা ফালাক্

---------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

---------------------------------

বল, আমি শরণ যাচি ঊষা-পতির,

হাত হতে তার - সৃষ্টিতে যা আছে তির।

আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-

এ সব হ'তে অভয় শরণ যাচি তাঁহার।

যাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)

সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।

ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে-

শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।

.

.

সুরা ইখলাস্

---------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

---------------------------------

বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,

নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।

করেন না কাহারেও তিনি যে জনন,

কাহারও ঔরস-জাত তিনি নন।

সমতুল তাঁর

নাই কেহ আর।

.

.

সুরা লাহাব

---------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

---------------------------------

ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়,

হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।

করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা

কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।

শিখাময় অনলে সে পশিবে ত্বরায়

সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায়

জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী,

তাহার গলায় দড়ি বহিবে আপনি।

.

.

সুরা নাস'র

---------------------------------

(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

---------------------------------

আসিয়াছে আল্লার শুভ সাহায্য বিজয়!

দেখিবে - আল্লার ধর্মে এ জগৎময়

যত লোক দলে দলে করিছে প্রবেশ,

এবে নিজ পালক সে প্রভুর অশেষ

প্রচার হে প্রসংশা কৃতজ্ঞ অন্তরে,

কর ক্ষমা প্রার্থনা তাঁহার গোচরে।

করেন গ্রহন তিনি সবার অধিক

ক্ষমা আর অনুতাপ-যাচ্ঞা সঠিক।

.

.

সুরা কাফেরুন

---------------------------------

শুরু করিলাম নামে সেই আল্লার,

আকর যে সব দয়া কৃপা করুণার।

---------------------------------

বল, হে বিধর্মীগন, তোমরা যাহার

পূজা কর, - আমি পূজা করি না তাহার।

তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,

তোমরা যাহারে পূজ - আমিও তাহারে

পূজিতে সম্মত নই। তোমরাও নহ

প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।

তোমার ধর্ম যাহা তোমাদের তরে,

আমার যে ধর্ম র'বে আমারি উপরে।

.

.

সুরা কাওসার

---------------------------------

শুরু করিলাম পূত নামেতে খোদার

কৃপা করুণার যিনি অসীম পাথার।

---------------------------------

অনন্ত কল্যাণ তোমা' দিয়াছি নিশ্চয়,

অতএব তব প্রতিপালক যে হয়ই

নাসাজ পড় ও দাও কোরবাণী তাঁরেই,

বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।

--------------------------------হে বিশ্ব জাহানের অধিপতি আল্লাহ তুমি এই কবিকে জান্নাত বাসী করো,আমিন।

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370240
২৭ মে ২০১৬ সকাল ১১:০৬
হতভাগা লিখেছেন : আল্লাহ এর নাম ডাকবার সময় আল্লাহ ডাকা বা আল্লা ডাকা - উভয়ই কি সঠিক?
২৭ মে ২০১৬ বিকাল ০৪:০৩
307255
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিতো মনে করি আল্লা বলা চরম বিকৃতি
370250
২৭ মে ২০১৬ বিকাল ০৪:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব ভালো লেগেছে। চমৎকার সংগ্রহ
370251
২৭ মে ২০১৬ বিকাল ০৪:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
370259
২৭ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
370265
২৭ মে ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : সম্ভব হলে আমপারার সবকটি জানাতে অনুরোধ রইল।ধন্যবাদ৷
371155
০৬ জুন ২০১৬ দুপুর ০১:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File