তিস্তা পানিবণ্টন চুক্তি না হবার কারণ ও প্রতিকার!!
লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২০ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩৩:১৪ বিকাল
তিস্তা চুক্তিতে পশ্চিম
বঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
বাধা এর কারণ কি কেন
হচ্ছে না তিস্তা পানি বন্টন
চুক্তি।
মমতা ব্যানার্জি ঢাকার উপর
এতো রাগ কেন এর কারণ ও
প্রতিকার কি?সেই
বিষয়ে আমার ক্ষুদ্র ভান্ডার
থেকে আজ একটু
আলোচনা করবো।
তিস্তা নদী বাংলাদেশ ও
পশ্চিমবঙ্গ
কে আলাদা করেছে।পশ্চিমবঙ্
গের শাসনকর্তা কংগ্রেস এর
অন্যতম
নেত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত
কনজারভেটিভ স্টেইটস
নেত্রী,উনি উনার প্রদেশের
স্বার্থ নিয়ে বেশী ভাবেন।
এখন আসবো গভীরে :পশ্চিমবঙ্গ
আমাদের অত্যন্ত
নিকটবর্তী প্রতিবেশী কিন্তুু
ঢাকার সাথে সম্পর্ক শূন্যের
কোটায়!ঢাকার সম্পর্ক
দিল্লির
সাথে,ঢাকা দিল্লির
মাধ্যমে পশ্চিমবঙ্গে চাপ
দিচ্ছে সেই চাপ
দেয়াকে ভালোভাবে নিচ্ছেনা মমতা ব্যানার্জি।
ঢাকার ব্যবসা বানিজ্য
সবকিছুই দিল্লির সাথে সেই
বিষয়টি ও পশ্চিমবঙ্গের
মাথায় আছে।আজ
যদি ঢাকা সরাসরি পশ্চিমবঙ্গের
সাথে সম্পর্ক ব্যবসা বানিজ্য
আমদানি রপ্তানি করতো এবং মমতা ব্যানার্জির
সাথে সুসম্পর্ক বজায়
রাখতো তাহলে অনেক আগেই
তিস্তা পানিবন্টন
চুক্তি হয়ে যেতো বলে আমি মনে করি।
সেই কারনে পশ্চিমবঙ্গ
ঢাকাকে পাত্তাই
দিচ্ছেনা বিগত পররাষ্ট্র
মন্ত্রী দিপু মনি পিএম
হাসিনা কেয়ার ই
করেননি সেই কনজারভেটিভ
নেত্রী।
এখনো যদি পশ্চিমবঙ্গের
সাথে বাংলাদেশ
ব্যাবসায়ীক সম্পর্ক
গড়ে তুলে তাহলে আমি মনে করি অতি দ্রুত
তিস্তা পানিবণ্টন
চুক্তি বাস্তবে রূপ নিবে।এর
আগে নয়,
তিস্তা নদী বাংলাদেশ ও
পশ্চিমবঙ্গ ভিত্তিক নদী,এই
নদীটা সাধারণত পশ্চিমবঙ্গ ও
বাংলাদেশের স্বার্থ
সংরক্ষণ করে ভারতের অন্যান্য
প্রদেশের সাথে তিস্তার
সম্পর্ক নেই বললেই চলে।
আমি এখন আপনাদের মুল্যবান
মতামত কামনা করছি।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন