পাষান ।
লিখেছেন লিখেছেন তরুনতুর্কী ২৬ নভেম্বর, ২০১৩, ১০:২৬:২৭ রাত
রাজপথে অবারিত রক্তের স্রোতধারা, আমাকে বিহ্বল করে না,
আমি হতাশায়, শোকে নির্বাক-স্তব্ধ হই না ।
স্বজন হারানোর কান্না আমার কানে মাতম তোলে না,
আমার দু’চোখ বেয়ে অবিরাম নোনাজল গড়িয়ে পড়ে না ।
মাজলুমের আর্তনাদ, বঞ্চিত-নিপীড়িতের চিৎকার আমাকে স্পর্শ করে না,
ক্ষুধার যাতনা, বাঁচার আকুতি আমার হৃদয়ে নাড়া দেয় না ।
চোখে কোন স্বপ্ন নেই, বুকে কোন আশা নেই, নেই কোন মায়া-দয়া-টান ।
সর্বগ্রাসী শোষকের নির্মম শোষনে, আমি নিষ্ঠুর, কঠিন-পাষান ।
শাসকের লেলিয়ে দেয়া পোষা কুকুর সম হিংস্র বাহিনীর বুলেট-উৎসবে,
কত প্রান নিভে গেছে, কত অঙ্গ ঝরে গেছে, হয়েছে বিলীন এই ভূগর্ভে ।
আপনার পয়সায় লালিত লাঠিয়ালদের নির্দয় লাঠির আঘাতে,
রক্তাক্ত হৃদয় গগন কাঁপিয়ে রোল তোলে, অথৈ ব্যথার স্রোতে ।
শ্রমিক বোনে শিক্ষক জনে, ছাত্র-ভদ্র-সভ্য জনে নির্বিচারে লাঠির ব্যবহার,
দাবী আদায়ে রাজপথে নামা নিরস্ত্র জনগনে নির্মম সশস্ত্র অত্যাচার,
পলক ফেলিনি, তাকিয়ে দেখেছি ; বিচলিত হইনি, আমি যে পাষান তাই-
কোমলতা ভুলে কাঠিন্যেরে হৃদয়ে দিয়েছি ঠাঁই, নির্দ্বিধায় ।
ঐ ভোগী-মিথ্যাবাদীরা, বুক চিরে রক্ত ঝরিয়েছে ত্যাগী-সত্যবাদী হতে-
আমি কঠিন চোখে দেখেছি সেসব ; স্থির, নিশ্চল, অকম্পিত চিত্তে ।
কারাগারের নিপীড়ন ঘরে মাজলুমের আর্ত-চিৎকারে বদ্ধ দেয়ালের দীর্ঘশ্বাস,
অবিচার প্রদানে স্বাধিকার হরনে অত্যাচারীর অন্যায্য অভিলাষ,
ক্ষমতার দ্বন্ধে নোংরা-নগ্ন খেলায়, রক্তিম করে তোলা রাজপথ-
অত্যাচারীর অন্যায় আবদার পূরণে দাবিয়ে রাখা যত ভিন্নমত,
আমি পাথর চেপে বুকে সয়েছি সেসব ; অক্ষম মম-প্রান,
কান্না ভুলে চোয়াল শক্ত করেছি, হয়েছি নির্দয় পাষান ।
চোখে আমার প্রতিশোধ-স্পৃহা, বুকে রোষের আগুন, মুষ্ঠি করে সদা নিশপিশ-
জালিমের হুংকারে ক্রোধে কেঁপে উঠি আমি, অহর্নিশ ।
ভক্ষকের ভুমিকায় রক্ষক, পোষা কুকুর সাজে সেবকেরা-
লংগিত করে পদদলিত করেছে তাঁরা, মানবধিকারের যত ধারা ।
জালিমের পোষা কুকুরদের পুড়িয়ে মারতে, চোখে ধারন করি চৈত্রের খরতপ্ত রোদ
অত্যাচারী শাসক গোষ্ঠীর জন্য বুকে লালন করি, প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিরোধ ।
অন্যায় আস্ফালনকারীদের রক্তাক্ত দেহ, আর্তনাদ-চিৎকার আমাতে প্রভাব ফেলে না-
পাষান হৃদয়ে বরাদ্দ রেখেছি তাদের জন্য, অভিশাপ আর ঘৃনা ।
২৬/১১/২০১৩ – ইং ।
________######________
বিষয়: সাহিত্য
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন