ফাগুনের আগুন ।
লিখেছেন লিখেছেন তরুনতুর্কী ১৩ অক্টোবর, ২০১৩, ০৮:০৬:১৬ রাত
ফাগুনের আগুন ঝরা দুপুরে,
ঘর্মাক্ত নয়নে দেখেছি রাস্তার মোড়ে ।
সূর্যের তাপ প্রচন্ড ভাপ নিয়ে,
পুরো শরীরখানি দেয় পুড়িয়ে ।
তখন থমকে গেছি আমি,
থমকে গেছে আমার পা-দুখানি ।
ভুলে গেছি পিপাসা, দেখে তাকে
বুকের মধ্যে জেগেছে এক অনূভুতি ;
সম্পূর্ন অপরিচিত এ বোধে
কচলাতে থাকি আমি মুঠি ।
আগে তো কত দেখেছি এমন
কতবার ঘটেছে যত্রতত্র, যখন-তখন ।
কিন্তু কেন আজ আমার মধ্যে
জেগে উঠেছে অন্যরকম এক গদ্যে ।
কেন ইচ্ছে করছিল ঐ স্যুট পরা,
সাহেব সাজে ব্যক্তির পিঠের দাড়া,
ভেঙ্গে দিই আমি ; আর বলি-
অনেক হয়েছে এবার থাম শালা ।
ও রিকশাওয়ালা বলে কি ও
মানুষ নয় ; তোর ইচ্ছেমত ও
তোকে পিঠে বয়ে বেড়ানোর
পর, খেয়ে যাবে তোর চড়-থাপ্পর ।
ওর চামড়াটা মানুষের নয় ?
শালা, পাষন্ড-বর্বর নীচ-নির্দয় ।
হতবাক, নির্বাক সে দিনমজুর
অপমানে দগ্ধ হয়ে মরে রাত-দুপুর ।
পা-দুখানি তুলে, রিকশার হুড
তুলে দিয়ে, বসে থাকে হয়ে গুমোট ।
কপাল দিয়ে টপটপ ঝরছে ঘাম
দিনমজুর বলে, নাই তার মান-অপমান ।
তার চোখের কোনে চিকচিক করা জল
হৃদয়ে আমার জ্বালায় আগুন অনর্গল ।।
আর একদিন দেখি রাস্তার ঠোকাই
আপনমতে নিচ্ছিল কাগজ কুড়াই ।
হঠাৎ কে একজন দিল লাথি
ভূমিতে আছড়ে পড়ল তার মুখটি !
কি এমন করেছিল সে
মারতে হল লাথি পশ্চাতদেশে ।
সেই লাথি মারা ব্যাক্তিকে দেখি,
প্রানখুলে হাসছে । -এ লজ্জা কোথায় রাখি !
সঙ্গী-সাথীদের মজার বস্তু
বানাতে, নিরীহ মানুষকে দেলে গুতো ;
তুমি কি মানুষ নাকি আর কি ?
তোমায় দেখে ঘেন্না হয়, ছিঃ ।
যদি অমন এক লাথি দিই,
পশ্চাৎদেশ তোমার লাল করে দিই ।
আর যদি হাসতে থাকি, হাঃ হাঃ
কেমন লাগবে ভাব তো বাছা ।
ওরা মানুষ, তোমার কেনা গোলাম নয় ;
ওরাও স্বাধীন, ওদেরও আছে ব্যাথা-বেদনা ভয় ।।
_________________###########_________________
০৭/০৩/১২ - ইং ।
বিষয়: সাহিত্য
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন