বৃটিশ রাজস্ব বিভাগের আন্তরিকতা ও সততায় আমি মূগ্ধ!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ২৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫২:২১ সকাল
Her Majesty's Revenue and Customs যার সংক্ষিপ্ত রুপ HMRC! বৃটেনে প্রায় সবাই একে HMRC বলেই ডাকে। এর কাজ হল বৃটেনের জনগণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা এবং বিভিন্ন সংস্থা হতে কর-রাজস্ব আদায় ও ব্যাবস্থাপনা!
সাধারণ জনগণ সবারই National Insurance (NI) নাম্বার আছে। এই ব্যাবস্থায় রাষ্ট্রীয় কর আদায় এবং বিভিন্ন সোশ্যাল বেনিফিট পেয়ে থাকে বৃটিশরা। বিভিন্ন কোম্পানীম, কাখানা ও প্রতিষ্ঠান গুলির জন্য ভিন্ন ভিন্ন ট্যাক্স কোড থাকলেও ব্যাক্তি পর্যায়ের চাকরী ও কাজের বৈধ আয় এই NI নাম্বার দিয়েই বোঝে HMRC দপ্তর!
যেহেতু আমি নিজেও চাকুরীজীবি তাই অন্য সব বৃটিশদের মত আমার বেতন-ভাতা নিয়োগকর্তা কোম্পানীর বিভিন্ন কর্তন এবং HMRC প্রদেয় কর সব আমার এই NI নাম্বারই তার লেনদেরে ভিত্তি! আর বৃটেনে রাষ্ট্রীয় আর্থিক বছর শুরু হয় ১লা এপ্রিল থেকে এবং যা শেষ হয় পরের বছরের ৩১শে মার্চে! এভাবেই ২০১৭-১৮ আর্থিক বছর অতিক্রম হওয়ার পর এই বছরের মে মাসের প্রথম সপ্তাহের ঘটনা! HMRC থেকে ডাকযোগে একটা চিঠি পাই যা নিম্নে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম;
Dear Mr. XXX,
We have recently checked the amount of tax paid by your employer’s company last fiscal year from your wages! Now our record shows that 116 pounds have been overpayment made by your employer on your behalf. So the HMRC at present owes to you 116 pounds. For this we decided to pay you back this amount of money. Please find the cheque bellow the line which is mentioned your name and collect it through your bank account within next six months.
Thank You,
XXXXXXXXX
উক্ত চিঠিটা পড়ে কিছুটা অবাকই হলাম! গত বছরের জুন-জুলাই মাসে অতিরিক্ত অনেক সময় কাজ করেছি। আমার যা নির্ধারিত বেতন সেটাই পাইছি। কিন্তু আমার নিজের ধারণা করা দূর আমার কোম্পানীর একাউন্টেটও বুঝতে পারে নাই যে আমার পক্ষে তারা অতিরিক্ত রাজস্ব দিয়ে ফেলছে। হয়ত তাদের ভয় ছিল যদি করের পরিমাণটা কম হয়ে যায় তাইলে যদি HMRC তাদেরকে ধরে বসে তখন একটা অসম্মান ও বেকায়দা অবস্থায় পরে যাবে। একেতো এই HMRC তার উপর আমাকে অতিরিক্ত ওয়েজ দিলে সেটা এডজাষ্ট করাও অড দেখাবে! তারপর আমার কোম্পানীর একাউন্টেন্টকে বললে সে জবাব দেয় "দেখ আমরাও তোমাকে ঠকাইনি আর রাজস্ব বিভাগও কখনই কারো থেকে ন্যায্যর বেশী কর আদায় করে না তাই তুমি অর্থটা ফিরত পেলে"। যদি কোন কারণে তারা(HMRC) এটা খেয়াল না করত তাতেও সমস্যা হত না। আল্লাহর রহমতে জীবনে অনেক অর্থ কামাই করছি। তারপর বৃটেনে থাকা, খাওয়া, যাতায়াত, চিকিৎসা, সামাজিক নিরাপত্তার ব্যাবস্থা উন্নত বিশ্বের শীর্ষ দশে আছে। কাজেই এখানে এই ১১৬ পাউন্ড কন্ট্রিবিউট করা খুব বড় কিছু না। তাই অর্থ প্রাপ্তির চেয়ে তাদের আন্তরিকতা ও সততায় সত্যিই আনন্দিত হইছি! আল্লাহর অশেষ মেহেরবানী যে বৃটেন থেকে অনেক কিছু পাইছি! এখানে সিংহভাগ জনগণ যেমন ঠিকমত কর দেয় তেমনি রাষ্ট্রও যথাসাধ্য তাদেরকে বহু দেশের তুলনায় ভাল সোশ্যাল বেনিফিট দেয়।
তাই আমার মনে প্রশ্ন যাগে যে আমাদের বাংলাদেশে এমন সুষ্ঠ ও ন্যায্য রাজস্ব ও সামাজিক সুবিধার ব্যাবস্থা কবে গড়ে উঠবে?
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন